বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস (Tata Motors) শীঘ্রই SUV সেগমেন্টে রীতিমতো ঝড় তুলতে চলেছে। মূলত, টাটা মোটরস সম্প্রতি তাঁদের সবথেকে আক্রমণাত্মক পণ্য কৌশল উন্মোচন করেছে যার অধীনে, এই সংস্থা ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকার সেগমেন্টে একাধিক গাড়ি বাজারে আনবে।
বাজারে ঝড় তুলতে প্রস্তুত Tata Motors:
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই পরিকল্পনার আওতায় সংস্থাটি (Tata Motors) আগামী ৫ বছরে ৩৩,০০০ কোটি থেকে ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এদিকে, সংস্থাটি আগামী সময়ে ৩০ টি নতুন গাড়ি চালু করার ঘোষণা করেছে। যার মধ্যে পেট্রোল-ডিজেল মডেলের পাশাপাশি একাধিক বৈদ্যুতিক গাড়িও থাকবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈদ্যুতিক যানবাহনের বাজারে বর্তমানে টাটা মোটরস (Tata Motors) এমজি এবং মাহিন্দ্রার কাছ থেকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এই ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে, কোম্পানিটি তাদের বিশেষ ২:২:২ EV কৌশল প্রণয়ন করেছে। এর মানে হল যে, টাটা ৩ টি সেগমেন্টের প্রতিটিতে ২ টি করে মডেল লঞ্চ করবে। ওই সেগমেন্টগুলি হল এন্ট্রি-লেভেল, মিড এবং প্রিমিয়াম। এর ফলে বিভিন্ন বাজেটের গ্রাহকরা টাটার গাড়ি বেছে নিতে পারেন।
আরও পড়ুন: আর নেই উপায়? ভারতের সঙ্গে এবার সব সমস্যার সমাধান করতে চায় পাকিস্তান! কী জানালেন শরিফ?
কোম্পানিটি একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা (Tata Motors) সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে Harrier EV লঞ্চ করেছে এবং শীঘ্রই Sierra EV-ও লঞ্চ করবে। এছাড়াও, এন্ট্রি লেভেলে Tiago EV এবং Punch EV-ও সামিল রয়েছে। এর পাশাপাশি মিড-সেগমেন্টের মধ্যে রয়েছে Nexon EV এবং আসন্ন Curvv EV। টাটার নতুন Gen 3 স্কেটবোর্ড EV আর্কিটেকচারের ওপর নির্মিত প্রিমিয়াম EV রেঞ্জ Avinya, ২০২৭ সালে বাজারে আসবে। এছাড়াও, Altroz EV, যা দীর্ঘদিন ধরে পাইপলাইনে ছিল, তাও লঞ্চ হতে চলেছে। এর পাওয়ারট্রেন Punch EV-র মতো হতে পারে।
আরও পড়ুন: চোটের সম্মুখীন হয়েও ব্যাট করতে এলেন ঋষভ! পন্থের সাহসিকতাকে কুর্নিশ জানালেন স্টেডিয়াম ভর্তি দর্শক
আসছে ২ টি নতুন গাড়ি: বর্তমানে, ইভি সেগমেন্টে টাটার (Tata Motors) বাজারের অংশীদারিত্ব হল ৫০ শতাংশ। এই নেতৃত্ব বজায় রাখার জন্য, কোম্পানিটি Kuno এবং Tera সহ বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক গাড়ির ওপর কাজ করছে। সেগুলি হবে কমপ্যাক্ট ইলেকট্রিক গাড়ি। তবে এগুলির দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। টাটা মোটরস ভারতে হাইব্রিড SUV (কোডনেম REX/REV) আনার প্রস্তুতিও নিচ্ছে। এই গাড়িগুলি ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে।