বজায় রয়েছে রতন টাটার ম্যাজিক! ধনতেরাসে রেকর্ড গড়ল তাঁর প্রিয় সংস্থা, জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা। যা দেশের অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এবার রতন টাটার অন্যতম প্রিয় কোম্পানি সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ এই কোম্পানিটির ধনতেরাসের সময়ে বিক্রয়ের পরিসংখ্যান সামনে এসেছে। যেটি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে Tata Motors-এর Tata Curvv গ্রাহকদের কাছে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং বিক্রির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

Tata Motors-এর Tata Curvv তুমুল জনপ্রিয়তা পেয়েছে:

জানিয়ে রাখি যে, Tata Motors চলতি বছরেই Tata Curvv লঞ্চ করেছে। এই গাড়িটি পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিক ভার্সনে উপলব্ধ রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর Tata-র এই কুপ SUV বাজারে এসেছিল। এরপর গ্রাহকদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে Curvv-এর ৮,১২৮ ইউনিট বিক্রি হয়েছে।

SIAM প্যাসেঞ্জার ভেহিক্যাল ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, গত ২ মাসে Curvv-এর ৮,১২৮ ইউনিট বিক্রি হয়েছে। এটি Curvv-এর জন্য একটি বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এটি বিক্রির নিরিখে ইতিমধ্যেই Tata Harrier-কে ছাড়িয়ে গেছে। Tata Curvv প্রথমে বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ করা হয়েছিল। এরপরে Tata Motors তার পেট্রোল এবং ডিজেল ভেরিয়েন্ট চালু করেছে। অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে Curvv-এর বেশি বিক্রি হয়েছে।

Tata Motors set a record in Dhanteras.

পরিসংখ্যান অনুযায়ী, Tata Motors গত অগাস্ট মাসে Curvv-এর ৩,৪৫৫ ইউনিট বিক্রি করেছে। এদিকে, সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ৪,৭৬৩ ইউনিট। অর্থাৎ, অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে বিক্রির পরিসংখ্যান ৩৮ শতাংশ বেশি ছিল। তবে, পেট্রোল-ডিজেল এবং বৈদ্যুতিক ভার্সনগুলির জন্য পৃথক বিক্রয় ডেটা উপলব্ধ হয়নি।

আরও পড়ুন: দীপাবলির আগে বড় ঝটকা খেলেন গৌতম আদানি! এই কারণে SEBI পাঠাল শো-কজ নোটিশ

Tata Harrier-এর তুলনায় ভালো বিক্রি: Tata Curvv-এর ২ মাসের বিক্রয়ের গড় Harrier-এর অনেক বেশি। Harrier-এর গড় মাসিক বিক্রি প্রায় ১,৭০০ ইউনিট। যদিও এটি Nexon-এর গড় মাসিক বিক্রি ১২,০০০ ইউনিটের তুলনায় অনেক কম। এটি মাঝারি আকারের সেগমেন্ট লিডার Hyundai Creta-র মাসিক ১৬,০০০ ইউনিট বিক্রয়ের থেকে অনেক দূরে রয়েছে।

আরও পড়ুন: মার্কেটে নতুন কেলেঙ্কারি! YouTube ভিডিওতে লাইক করে ৫৬ লক্ষ টাকা হারালেন ব্যক্তি, এখনই হন সতর্ক

Tata Curvv-এর মূল্য: জানিয়ে রাখি যে, Tata Curvv লঞ্চ হওয়ার পর থেকে গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। Nexon ছাড়াও, গ্রাহকদের কাছে এখন Curvv-এর বিকল্পও রয়েছে। নিরাপত্তার দিক থেকেও এই গাড়িটি বেশ চমৎকার। Curve ভারত NCAP-এ ৫ স্টার সেফটি রেটিং পেয়েছে। Curve-এর এক্স-শোরুম মূল্য ১০ লক্ষ থেকে ১৯ লক্ষ টাকা পর্যন্ত। যেখানে Curve EV-র এক্স-শোরুম মূল্য ১৭.৪৯ থেকে ২১.৯৯ লক্ষ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর