সেরা সুযোগ! টাটা লঞ্চ করল Nexon এর সস্তা মডেল, জলের দামে নিয়ে যান পছন্দের গাড়ি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেস্ট সেলিং গাড়ির তালিকায় দুই নম্বরে রয়েছে টাটা মোটরসের (Tata motors) Nexon। কম্প্যাক্ট SUV সেগমেন্টের এই গাড়িটি অল্প সময়ের মধ্যেই বাজারদখল করে। কিছুদিন আগে টাটা মোটরস তাদের নেক্সনের নতুন অবতার লঞ্চ করে। নতুন ভার্সনের গাড়িটির দাম শুরু হচ্ছে ৮.১৫ লক্ষ টাকা থেকে। কিন্তু এবার পেট্রল এবং ডিজেল উভয় ভার্সনেরই বেস মডেল লঞ্চ করেছে টাটা। নতুন এই মডেলের নাম Nexon Smart (O)।

নতুন বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। নতুন পেট্রল বেস ভেরিয়েন্টটির দাম কমেছে ১৫,০০০ টাকা এবং ডিজেল ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে। আসলে বাজারে Mahindra XUV 3XO আসার পর প্রতিযোগিতা বেড়েছে। মাহিন্দ্রা বেশ কম দামে মাত্র ৭.৪৯ লক্ষ টাকা থেকে তাদের SUV লঞ্চ করেছে। টক্কর দিতে নেক্সন তাদের অন্যান্য ভেরিয়েন্টের দামও কমিয়েছে।

Nexon এর স্মার্ট প্লাস এবং স্মার্ট প্লাস এস ভেরিয়েন্টের দাম কমেছে ৩০,০০০ এবং ৪০,০০০ টাকা। Smart+ এর দাম শুরু হচ্ছে ৮.৯০ লক্ষ টাকা থেকে এবং Smart + S এর দাম পড়বে ৯.৪০ লক্ষ টাকা। অন্যদিকে ডিজেল ভেরিয়েন্টের দামও কমেছে। টাটা মোটরস Smart + এবং Smart + S এই দুই নতুন ডিজেল ভেরিয়েন্টে চালু করেছে। নতুন ভেরিয়েন্ট লঞ্চ করার পর Nexon ডিজেলের দাম কমেছে ১.১০ লক্ষ টাকা।

জানিয়ে রাখি যে, বেস ভেরিয়েন্টগুলির ইঞ্জিনে কোনো পরিবর্তন করা হয়নি। সেখানে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন ১২০hp শক্তি এবং ১৭০Nm টর্ক উৎপন্ন করবে। ডিজেল অপশনে থাকবে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন যা মোট ১১৫hp শক্তি এবং ২৬০Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X