মাত্র 90 হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন Tata Nexon! বাম্পার অফার দিচ্ছে কোম্পানি

   

বাংলাহান্ট ডেস্ক: দেশের গাড়ির বাজারে কার্যত ঝড় তুলেছে টাটা নেক্সন (Tata Nexon)। এই মুহূর্তে বাজারে বেস্টসেলারের তকমা পেয়েছে টাটার এই গাড়িটি। ইলেকট্রিক গাড়ির বাজারেও এখন চলছে নেক্সন ঝড়। টাটার এই গাড়িটি বহু ভারতীয়ের গ্যারাজেই দেখা যাচ্ছে। আপনিও কি আপনার গ্যারাজে এই গাড়িটিকে দেখতে চান? এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৯০ হাজার টাকা। কী ভাবে সম্ভব? এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাব উপায়। 

বাজার কাঁপানো টাটা নেক্সনের এই মুহূর্তে রয়েছে ব্যাপক চাহিদা। বর্তমানে এটির দাম শুরু হচ্ছে ৭.৮ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ মডেলের দাম ১৪.৩৫ লক্ষ টাকা। বেস ভেরিয়েন্টের অন রোড দাম হল ৮.৮৫ লক্ষ টাকা। এই দামে সাধারণত তেমন কোনও এসইউভি ভারতের বাজারে দেখা যায় না। তাই যাঁরা এসইউভি গাড়ি কিনতে চান, তাঁদের শখ মেটাচ্ছে টাটা মোটরসের নেক্সন। দাম অনুযায়ী ব্যাপক ফিচার্স দেওয়া হয়েছে গাড়িতে। একইসঙ্গে সুরক্ষার দিক থেকেও এটি পেয়েছে ৫ তারা রেটিং। 

tata nexon

পাঁচ আসনের কম্প্যাক্ট এই এসইউভি-র ৯টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বাজারে। মূলত দু’টি ইঞ্জিনের ভেরিয়েন্টে পাওয়া যায় নেক্সন। একটি হল ১.২ লিটারের ৩ সিলিন্ডারের টার্বো পেট্রোল ইঞ্জিন। অন্যটি হল ১.৫ লিটারের ৪ সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। এটি এমনিতেই একটি শক্তিশালী ইঞ্জিন। এর সঙ্গে এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও দেওয়া হয়েছে। 

tata nexon ev

টাটা মোটরসের নেক্সন পেট্রোল, ডিজেল ও ইলেকট্রিক ভেরিয়েন্টে পাওয়া যায়। ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) একচেটিয়া ব্যবসা করছে। নেক্সন ইভি-র কাছে অন্য কোনও ইলেকট্রিক গাড়িই টিকতে পারছে না। ক্রেতাদের মধ্যে এতটাই জনপ্রিয়তা লাভ করে ফেলেছে এই গাড়িটি। নেক্সনের প্রতিটি ভেরিয়েন্টেই একটি ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বক্স ভয়েস কমান্ডের মতো ফিচার্স রয়েছে। 

একইসঙ্গে এতে রয়েছে কন্ট্রোল অটো এবং রেইন সেন্সিং ওয়াইপার। এই দুর্দান্ত গাড়িটি সহজেই আপনার হয়ে যেতে পারে। তাও মাত্র ৯০ হাজার টাকায়। এর জন্য আপনাকে ৯০ হাজার টাকা ডাউনপেমেন্ট করতে হবে। যার ফলে আপনাকে ৭.৯৬ লক্ষ টাকার একটি ঋণ দেবে ব্যাঙ্ক। এক থেকে সাত বছর অবধি এই ঋণ আপনি নিতে পারেন। এই ঋণের উপর আপনাকে প্রতি বছর ১০ শতাংশ হারে সুদ দিতে হবে। পাঁচ বছরের ঋণ নিলে প্রতি মাসে ১৬,৮৪৫ টাকা দিতে হবে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর