বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের NBFC টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড সোমবার তাদের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। পাশাপাশি, একটি বড় স্টক স্প্লিটের (Tata Stock Split) ঘোষণাও করা হয়েছে। সোমবার টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন শেয়ার বাজারকে জানিয়েছে যে, তারা তাদের প্রতিটি শেয়ারকে ১০ ভাগে ভাগ করতে চলেছে। কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি ইক্যুইটি শেয়ারকে ১ টাকা ফেস ভ্যালুর ১০ টি সম্পূর্ণ ফুল পেইড ইক্যুইটি শেয়ারে সাব-ডিভিশনের (Tata Stock Split) অনুমোদন দিয়েছে।
টাটা গ্রুপের এই কোম্পানি নিচ্ছে বড় পদক্ষেপ (Tata Stock Split):
এই স্টক স্প্লিটের উদ্দেশ্য: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই স্টক স্প্লিটের (Tata Stock Split) উদ্দেশ্য হল শেয়ারে লিকুইডিটি বৃদ্ধি করা এবং রিটেল ইনভেস্টরদের জন্য ইক্যুইটি শেয়ারগুলিকে আরও সাশ্রয়ী করে তোলা। তবে, এই স্টক স্লিট এখনও কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে হবে। শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর, কোম্পানি শেয়ারের সাব-ডিভিশনের (Tata Stock Split) জন্য একটি পৃথক রেকর্ড ডেট ঘোষণা করবে।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির নিট প্রফিট ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন ত্রৈমাসিক) ফলাফল প্রকাশ করেছে। এই সময়ের মধ্যে, কোম্পানির নিট প্রফিট ১১.৬ শতাংশ বেড়ে ১৪৬.৩ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: “সত্যের জয় হয়েছে”, শাহজাহানের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বহালের প্রসঙ্গে কী জানালেন শুভেন্দু?
গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির নিট প্রফিট ছিল ১৩১.০৭ কোটি টাকা। সোমবার এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড (TICL) জানিয়েছে যে প্রথম ত্রৈমাসিকে তাদের অপারেশনাল ইনকাম ১৪৫.৪৬ কোটি টাকায় পৌঁছেছে। যা গত অর্থবর্ষের একই প্রান্তিকে ১৪২.৪৬ কোটি টাকা ছিল।
আরও পড়ুন: রাজ্যে কয়েক হাজার কোটির বিনিয়োগের সম্ভাবনা? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন গৌতম আদানি
টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ডিভিডেন্ড ইনকামও বেড়েছে: কোম্পানিটি জানিয়েছে যে তাদের মোট ব্যয় সামান্য বৃদ্ধি পেয়ে ১২.১৫ কোটি টাকা হয়েছে। যেখানে এক বছর আগের একই ত্রৈমাসিকে এটি ছিল ১১.৭৭ কোটি টাকা। এই সময়ের মধ্যে, কোম্পানির ডিভিডেন্ড ইনকাম বার্ষিক ভিত্তিতে ৮৪.০৮ কোটি টাকা থেকে বেড়ে ৮৯.১৬ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য যে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এই সংস্থাকে এটিকে মাঝারি আকারের NBFC হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
সতর্কীকরণ: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও ধরনের বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। কোনও ধরনের ঝুঁকির ক্ষেত্রে বাংলা হান্ট দায়ী থাকবে না।