LIC কে টক্কর দিতে বাজারে নামছে TATA! আত্মপ্রকাশ করতে চলেছে দেশের বৃহত্তম আইপিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে টাটা ঐতিহ্যবাহী একটি সংস্থা। সুপ্রাচীন এই সংস্থাটি আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। টাটা গ্রুপের বিভিন্ন পণ্য খুবই জনপ্রিয়। আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনও না কোনও জিনিস থাকে যা টাটা গোষ্ঠীর তৈরি। লবণ থেকে শুরু করে চার চাকা গাড়ি, জল থেকে শুরু করে সফটওয়্যার, সব ক্ষেত্রেই টাটা গোষ্ঠী নিজেদের প্রমাণ করেছে।

শেয়ার বাজারে ইতিমধ্যেই অতিভুক্ত রয়েছে টাটা গোষ্ঠীর একাধিক কোম্পানি। প্রায় দুই দশক আগে শেষবারের মতো ভারতের শেয়ার মার্কেটে এসেছিল টাটা গোষ্ঠীর আইপিও। সেই সময় বাজারে প্রবেশ করেছিল টাটার সংস্থা টিসিএস। তবে বর্তমানে জোড় আলোচনা চলছে টাটা টেকনোলজির আইপিওর বিষয়ে।

আরোও পড়ুন : আর লিখতে হবে না পরিবারের প্রধানের নাম! এবার রেশন কার্ড নিয়ে বড়সড় ঘোষণা সরকারের

টাটা গোষ্ঠীর এই শাখাটি হয়ত খুব শীঘ্রই দেশের বৃহত্তম আইপিও আনতে চলেছে। টাটা গ্রুপ থেকে আসতে পারে টাটা সন্সের আইপিও। বর্তমান নিয়ম অনুযায়ী শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুই বছর সময় রয়েছে টাটা সন্সের। অর্থাৎ টাটা গোষ্ঠীকে একটি আইপিও আনতে হবে ২০২৫ সালের মধ্যে।

এর আগে দেশের বাজারে সবথেকে বড় আইপিও এনেছিল এলআইসি। সেটির পরিমাণ ছিল ২১ হাজার কোটি টাকা। তবে টাটা গোষ্ঠীর নতুন আইপিও এলআইসিকেও হার মানাতে পারে। টাটা গোষ্ঠী টাটা টেকনোলজির আইপিও বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই ব্যাপারে খসড়া জমা দেওয়া হয়েছে সেবিকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X