‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’, কৈলাসকে উদ্দেশ্য করে করা তথাগতর পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ গেরুয়া শিবিরের সৈনিক হয়েও, কখনও বিজেপি (bjp) কর্মীদের আবার কখনও দলেরই নেওয়া কোন সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে (Tathagata Roy)। এক বার কিংবা দুবার নয়, একাধিকবার তাঁর এমন আচরণ সত্ত্বেও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি দলের পক্ষ থেকে।

কিন্তু এবার তাঁর এই আক্রমণের সীমা সবকিছু পার করে গেল। যার ফলে ফের সমালোচিত হলেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। শুধু দলেরই নন, কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়র (kailash vijayvargiya) তুলনা করলেন কুকুরের সঙ্গে। কোলাজ করে করলেন ছবি পোস্টও।

বিষয়টা হল, সোমবার সন্ধ্যায় কুকুরের মুখের পাশে বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র একটি ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করেন তথাগত রায়। আর তারপর থেকেই শুরু হয় সমালোচনার বন্যা, কেউ কেউ এটাকে মজার ছলে নিলেও, কেউ কেউ বলেছেন শালীনতার মাত্রা ছাড়িয়েছেন এই বর্ষীয়ান নেতা।

তথাগত রায়ের পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, একদিকে রয়েছে পাগ প্রজাতির কুকুরের মুখ এবং অন্যদিকে রয়েছে কৈলাস বিজয়বর্গীয়র একটি হাসি মুখের ছবি। এই দুটি ছবি দিয়ে কোলাজ করে বিজেপি নেতা লিখেছেন ‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’। যা নিয়েও ওঠে সমালোচনার ঝড়।

tathagata roy

একাধিক সময়ে দলে থেকেও দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধীতা এমনকি দলীয় কর্মীদেরই আক্রমণ করতে দেখা গিয়েছে তথাগত রায়কে। তবে এবার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে তাঁর এমন আচরণকে কিভাবে দেখবে গেরিয়া শিবির, সেটাই দেখার। কোন পদক্ষেপ কি নেওয়া হবে তাঁর বিরুদ্ধে? নাকি বরাবরের মত নির্বাক দর্শকের ন্যায়েই তাঁদের দেখা যাবে- এটাই প্রশ্ন।

Smita Hari

সম্পর্কিত খবর