‘যিনি টাটার কারখানা ধুলোয় মিশিয়ে দিয়েছেন, তাঁর ডাকে কত শিল্প আসবে?’ মমতাকে কটাক্ষ তথাগতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই মহানগরীতে পা রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো‌পাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়েই প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর আবার বৈঠক করেন মুম্বইয়ের শিল্প মহলের সঙ্গেও।

সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মেধা পাটেকর প্রশ্ন করেন, সরকারী সংস্থার বেসরকারিকরণ, বিলগ্নিকরণ থেকে শুরু করে নর্মদা বাঁচাও আন্দোলন, উদার অর্থনীতি, বেসরকারিকরণ, বাণিজ্যিকিকরণ, কৃষিক্ষেত্রে কর্পোরেট পুঁজির অনুপ্রবেশ- সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিলেন মেধা পাটেকর।

উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, বৃহৎ কর্পোরেটের বিরুদ্ধে একদমই নন মুখ্যমন্ত্রী। সকলকে নিয়েই দেশ চালাতে হবে তাঁর মতে। যেমন বেশি কর্মসংস্থানের প্রয়োজন, তেমনই প্রয়োজন বেশি শিল্পায়নের। দেশে যেমন আদানি-আম্বানিও চাই, তেমনই কিষাণও চাই- দাবী মমতার। গরীব মানুষের যাতে ভালো হয় সেটাই করতে হবে, কোনভাবেই তাঁদের খারাপ হতে দেওয়া যাবে না- তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

তবে কিভাবে এগোবেন, তা স্পষ্ট ভাবে না বললেও, তাঁর কথার মধ্যে এটা স্পষ্ট যে আগে বিজেপি হঠুক, তারপর দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায় (Tathagata Roy)। ট্যুইটারে তিনি লেখেন, ‘মমতা মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন! এসব তো শুধু পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে বেকার ছেলেদের ধোঁকা দেওয়ার জন্য! যিনি বিক্ষোভ করে টাটার মতো শিল্পপতিকে তাড়িয়েছেন, অর্ধেক তৈরী কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, তাঁর ডাকে কত শিল্প আসবে আপনারাই বুঝে নিন’।

X