বাংলাহান্ট ডেস্ক : স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা একদা বিজেপি সভাপতি তথাগত রায়৷ রাজ্য এবং কেন্দ্রের প্রায় সমস্ত ইস্যুতেই ট্যুইটারে সরব হতে দেখা যায় তাঁকে। এবার নেতাজির জন্মদিনের প্রাক্কালে কলকাতার রাস্তার নাম পাল্টানোর দাবিতে আবারও সোচ্চার তথাগত। নিজের ফেসবুক পেজে একটি ট্যুইটের স্ক্রিনশট পোস্ট করে কলকাতার কার্লমাক্স সরণী এবং লেনিন সরণীর নাম বদলের দাবি জানান তিনি।
স্বর্ণদীপ্ত নন্দী নামের এক ব্যক্তি একটি ট্যুইটে লেখেন, ‘কলকাতার লেনিন সরণীর নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু সরণী করা হোক কারণ লেনিন বিদেশি ও বহিরাগত’। পোস্টটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম সহ তথাগত রায়কেও ট্যাগ করেন তিনি। এই ট্যুইটের স্ক্রিনশটই নিজের ফেসবুকে পেজে পোস্ট করেন তথাগত রায়।
সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘কলকাতায় নেতাজি সুভাষ রোড ও টালিগঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড রয়েছে। লেনিন সরণির এবং খিদিরপুরের কার্ল মার্ক্স সরণির নাম নিশ্চয়ই বদলানো উচিত৷ কলকাতায় সর্দার প্যাটেল, আচার্য দেবপ্রসাদ ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন ইত্যাদির নামে কোনো রাস্তা নেই, এঁদের নামে রাস্তা হতে পারে।’
গতকাল রাত্রে করা তাঁর এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়। এই পোস্টের কমেন্টে কার্যতই নানা প্রকার দাবির সঙ্গে বিরোধীতাও জানিয়েছেন নেট নাগরিকরা। তথাগত রায়ের নিজের নাম বদলের দাবিও জানিয়েছেন কেউ কেউ।
তাঁর এই পোস্টের বিরোধিতা করে সৌম্য দাস নামের এক ব্যাক্তি লেখেন, ‘আপনাকে আগে আপনার জ্ঞানের জন্য শ্রদ্ধা করতাম৷ কিন্তু কী জানেন তো রাজনীতি করতে গেলে সাধারণ বুদ্ধি লোপ দিতে হয়। যে নেতাজিকে ঘৃণা করত, যে নেতাজির সবসময় বিরোধিতা করত সেই পটেল এর নামে রাস্তা চাইছেন।’ পুরো ব্যাপরটিকে হাস্যকর বলেই উল্লেখ করেছেন ওই ব্যক্তি।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার ট্যাবলো ইস্যুতে কিছুদিন আগেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তথাগত। সেখানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলোকে অনুমোদন দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাতেই দেখা দিয়েছিল তাঁকে।