চোর-লম্পট-বদমাইশদের দলে নিয়েই ভরাডুবি বাংলায়, কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি লিখছেন তথাগত

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় নেতাদের সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করায় দিল্লিতে তাকে ডেকে পাঠিয়েছে দল। যদিও এখনই দিল্লি যেতে পারছেন না করোনা আক্রান্ত তথাগত রায়। তবে নিজের অভিযোগ আরো জোরদার করতে এবার দিল্লির নেতাদের উদ্দেশ্যে লিখিত চিঠি দিতে চলেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তথাগত জানান, তিনি বর্তমানে করোনা আক্রান্ত। যদিও শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই সুস্থতার দিকে। তবে রিপোর্ট নেগেটিভ আসার না পর্যন্ত দিল্লি যেতে পারছেন না তিনি। কিন্তু তিনি স্পষ্ট জানান, “তবে এ বার আর মৌখিক নয়, লিখিত অভিযোগ জমা দেব।’’

তথাগত কারও নাম না করলেও ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া একাংশকে  ‘চোর, লম্পট, বদমায়েশ, দুশ্চরিত্র’ বলে অভিযোগ করেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দিলীপ ঘোষ সহ বাংলার দায়িত্বপ্রাপ্ত তিন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধেও আগেই সরব হয়েছেন তিনি। শুধু তাই নয় বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীদের নগরীর নটী’ বলেও কটাক্ষ করেন কটাক্ষ করেন তথাগত। এরপর স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে অভিযোগ জানান তারা। তথাগত অবশ্য সরাসরি নিশানা করেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিব প্রকাশ মেননকেও।  ওই চার জনকে ‘কেডিএসএ’ বলে উল্লেখ করে টুইটারে তিনি বলেন, এরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের নাম পাঁকে টেনে এনেছেন এবং এদের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্ব যে তাকে তলব করেছে একথা নিজেই জানান তথাগত। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে সংবাদমাধ্যমকে দেওয়া উত্তরে তিনি বলেন, ‘‘কে ডেকেছেন তা আমি বলছি না। তবে একেবারে উপরমহল থেকেই আমাকে ডাকা হয়েছে। করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই আমি যাব। যা বলার ইতিমধ্যেই বলে দিয়েছি। এ বার সবিস্তারে লিখছি। আমি জানাব কী ভাবে এই নেতারা দলের সর্বনাশ করেছেন।’’

ভোটের আগে বিভিন্ন দল থেকে লোকজনদের এনে যোগদান মেলা করাকেও এদিন কটাক্ষের তীরে বিদ্ধ করেন তথাগত। তার মতে,  ‘‘যোগদেন মেলা কাদের নিয়ে হয়েছে? চোর, দুশ্চরিত্র, বদমায়েশ, লম্পটদের নিয়ে যোগদান মেলা হয়েছে।’’ তবে সঙ্ঘ পরিবারের উপর অবশ্য কোনো অভিযোগ নেই তথাগতর। তিনি স্পষ্ট জানান, ‘‘সঙ্ঘের পক্ষে যা বলা হয়েছিল সম্ভবত তা শোনা হয়নি। ফলে তাঁরা হাত গুটিয়ে বসে ছিলেন।’’

উত্তর-পূর্বের তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের মন্তব্যের জেরে এর আগেও বহুবার অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও অনেক নেতাই মনে করেন তথাগত এবার তাদের মনের কথাই বলেছেন। এখন আগামী দিনে তার এই মন্তব্য কি সমীকরণ তৈরি করে সেদিকে নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর