‘চোর ছেলের টাকাতেই চলছে সংসার’, মুখ্যমন্ত্রীকে ঠাট্টা করে টুইট তথাগতর, ভাইরাল হচ্ছে পোস্ট

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নেই চাকরি৷ রাজ্যের মানুষের কর্মসংস্থান করতে ব্যর্থ মমতার সরকার। এই অভিযোগে বরাবরই সোচ্চার বিরোধী শিবির। একই সঙ্গে তৃণমূল নেতাদের দুর্নীতি ঘটনাতেই সরব তারা। এবার সেই প্রসঙ্গ টেনেই একটি কৌতুকের আশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এদিন নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন তথাগত। সেখানে একটি কৌতুককে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

ট্যুইটটিতে কোনও এক বৃদ্ধার সঙ্গে মমতার কথোপকথন তুলে ধরা হয়েছে। সেখানে মমতা বৃদ্ধাকে প্রশ্ন করছেন, ‘কয় ছেলেমেয়ে আপনার?’ বৃদ্ধার উত্তর, ‘ম্যাডাম ৫ ছেলে।’ তার প্রেক্ষিতে আবারও প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী, ‘কী কাজ করে তারা?’ এবার বৃদ্ধার উত্তরটি বেশ চমকপ্রদ। তিনি বলছেন, ‘ম্যাডাম, বড় ছেলে এমবিএ করেছে। আর এক ছেলে এমসিএ, একজন এম এ, বিএড টেট কোয়ালিফায়েড, আরেকজন বিটেক।আর সবচেয়ে ছোট ছেলে চোর।’ বৃদ্ধার এই উত্তরে অবাক হয়ে মমতা চোর ছেলেটিকে বাড়ি থেকে বের করে দিতে বললে বৃদ্ধা দাবি করছেন, সেই ছোটো ছেলেটি তৃণমূলের ব্লক সভাপতি। একমাত্র তার চুরির টাকাতেই সংসার চলে। বাকি সবাই বেকার।

তথাগতর এহেন কটাক্ষ যে বিশেষ ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য। রাজ্যের একাধিক আর্থিক দুর্নীতি এবং তোলাবাজির ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। অন্যদিকে তলানিতে এসে ঠেকেছে কর্মসংস্থান। আদালতে ঝুলতে এসএসসি নিয়োগ মামলা। চাকরি পাননি টেট উত্তীর্ণরাও। রাজ্যে দীর্ঘদিন ধরেই বন্ধ শিক্ষকনিয়োগ। অন্যদিকে আবার সেই অর্থে তেমন কোনওই শিল্প নেই রাজ্যে। ফলে শিক্ষিত যুবক যুবতীদের রাজ্যে চাকরির সম্ভাবনা তৈরিই হচ্ছে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা এই দুই অভিযোগকে একই সঙ্গে ঠুকে যে এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন বিজেপি নেতা, তা বলার অবধি রাখে না। যদিও তথাগত রাতের এহেন কটাক্ষের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি রাজ্যের শাসকদলের তরফে।

উল্লেখ্য, এদিন তথাগত যে কৌতুকটি পোস্ট করেছেন সেটি একটি পুরোনো ভাইরাল কৌতুকেরই মিমিক্রি। সেখানে দুই ব্যাক্তির মধ্যের কথোপকথনকে এখানে মমতা এবং বৃদ্ধার কথোপকথন হিসেবে দেখানো হয়েছে। কটাক্ষ করার জন্যই বসানো হয়েছে তৃণমূল সভাপতি পদটিও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর