ট্রেনের টিকিট কাটার আগে সাবধান! তৎকাল বুকিংয়ে নতুন নিয়মে কড়া শাস্তির হুঁশিয়ারি রেলের

Published on:

Published on:

Tatkal Ticket Rules will be cancelled if the new railway rules are violated
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে রেলের টিকিট কাটতে গেলে আপনাকে মানতে হবে বেশ কিছু নতুন নিয়ম। না মানলে পরে হতে পারে জেল ও জরিমানা। এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে টিকেট বুকিং ব্যবস্থা স্বচ্ছতা রাখার জন্য ও দালাল চক্রের দাপট কমাতে রেল মন্ত্রক একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে (Tatkal Ticket Rules)। যারা এই নিয়মগুলি মানবেন না তাদের জন্য হতে পারে জেল।

রেলের নতুন নিয়ম ভাঙলেই বাতিল তৎকাল টিকিট, (Tatkal Ticket Rules)

যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন অথবা শেষ মুহূর্তের টিকিট কাটার উপর নির্ভর করেন তাদের এই নতুন নিয়ম গুলো জানা অত্যন্ত জরুরি। কারণ রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়েছে টিকিট বুকিং এর ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ। যেখানে সামান্য ভুল এই যাত্রীদের আইনি জটিলতার পড়তে হতে পারে (Tatkal Ticket Rules)।

 Tatkal Ticket Rules will be cancelled if the new railway rules are violated

আরও পড়ুন: সোনার দামে পতন! বছর শেষে মধ্যবিত্তের মুখে স্বস্তির নিঃশ্বাস, জানুন আজকের লেটেস্ট রেট

রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোন ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে তৎকাল টিকিট কাটার চেষ্টা করেন তাহলে তাকে গুরুতরক পরিণতি সম্মুখীন হতে হবে। এছাড়াও রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯ এর ১৪৩ ধারা অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সেই ব্যক্তির জেল বা জরিমানা উভয়ই হতে পারে।

পাশাপাশি সন্দেহজনক উপায় বুকিং করার টিকিটটি সক্রিয়ভাবে বাতিলও হয়ে যাবে। এছাড়াও বাতিল হওয়ার টিকিটে পিএনআর নম্বরটি সরাসরি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠিয়ে দাওয়া হবে তদন্ত করার জন্য। এ যেন তৎকাল বুকিং এর সময় রেলওয়ে এখন বিশেষ নজরদারি চালাচ্ছে। সকাল ১০:০০ -১০:১৫ এবং এসি ক্লাসের জন্য ১১:০০-১১:১৫ মিনিটের মধ্যে যারা টিকিট বুকিং করবেন তাদের কাছে রেলওয়ের পক্ষ থেকে ভেরিফিকেশন কল আসতে পারে।

আর এই কলে যাত্রীদের কাছে ইউজার আইডি, পিএনআর নম্বর, মোবাইল নম্বর ও যাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই করা হবে। যদি ফোনালাপে কোন ভুল বা বিভ্রান্তকর তথ্য পাওয়া যায়, বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে (Tatkal Ticket Rules)।