বাংলাহান্ট ডেস্কঃ করোনায় বিপর্যস্ত অর্থনীতির মধ্যেই অযোধ্যার ( ayodhya) রাম মন্দির ( ram mandir) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদি সরকার ( modi government) । আয়কর আইনের ৮০-জি ধারার অধীনে আনা হল শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে। যার ফলে রাম জন্মভূমির মন্দির নির্মানে দান কৃত অর্থের কর দিতে হবে না দাতাকে।
করোনার কারনে ইতিমধ্যে ভেঙে পড়েছে দেশের অর্থনীতির মেরুদণ্ড। কাজ হারাতে চলেছে কয়েক কোটি শ্রমিক। কেন্দ্র ও রাজ্য সরকারের কোষাগার ক্রমাগত শূন্য হয়েই চলেছে। এই পরিস্থিতিতে রাম মন্দির নির্মানে দান কৃত অর্থের কর দিতে হবে না বলেই জানাল কেন্দ্র। বিবৃতি দিয়ে বলা হয়েছে, শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র সাধারণ মানুষের প্রার্থনাস্থল। তাছাড়া এর আলাদা ঐতিহাসিক গুরুত্বও আছে। সেজন্যই এই আইনের আওতায় অনুদানের ক্ষেত্রে করছাড় পাচ্ছে রাম মন্দির।
আয়কর আইনের ৮০-জি ধারা (80G of the Income Tax Act) অনুযায়ী, কোনও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ নির্মাণ বা মানুষের উপাসনা করার জায়গা তৈরির ক্ষেত্রে কর ছাড় পাওয়া যায়। শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টও সেই আইন অনুযায়ীই করমুক্তির আবেদন করেছিল। যা অনুমোদন করল মোদি সরকার।
প্রসঙ্গত, দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আদালতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়ের দীর্ঘ রায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেন, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি ন্যাসের অধীনে। মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। বিতর্কিত স্থানে ট্রাস্ট গঠনের মাধ্যমে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।