টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে এখন থেকে লাগবে ট্যাক্স।

 

বাংলা হান্ট ডেস্ক: বাংলার উত্তরে আছে সে এক শৈল শহর। অনেকে তাকে পাহাড়ের রাণী বলে। বাঙালিদের কিছু দিনের ছুটি নিজের লোকের সাথে, পরিবারের সাথে কাটিয়ে আসার এক আদর্শ স্থান দার্জিলিং। তবে শুধু বাঙালি বা বাংলার মানুষের ই নয়, টুরিস্ট দের কাছেও বাংলায় আকর্ষণের কেন্দ্র এই পাহাড়ে ঘেরা শৈল শহর।  আর এখানের একটা বিশেষ বা বলা যায় সবথেকে বিখ্যাত টুরিস্ট স্পট টাইগার হিল। এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সকালের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে গাড়ি করে যাওয়া সকালের সূর্যের প্রথম আলো ফোটার আগেই। সেখানে গিয়ে অপেক্ষা করা কখন সূর্যের প্রথম সোনালী অভা কাঞ্চনজঙ্ঘার মাথায় পড়বে, সেই মুহূর্তে সেই শৃঙ্গ যেন মনে হয় সোনায় মোড়া। আর এই দৃশ্য দেখতে ই ভিড় জমায় টুরিস্ট রা।

IMG 20190923 231439

এতদিন এই দৃশ্য দেখতে লাগতো না কোনো মূল্য। কিন্তু এখন সেই দিন শেষ। আর বিনামূল্যে দেখা যাবেনা এই অসাধারন দৃশ্য। এখন থেকে মাথা পিছু পঞ্চাশ টাকা করে লাগবে এই দৃশ্য দেখার জন্য। গত ১৫ ই সেপ্টেম্বর এমনই নির্দেশিকা জারি করে প্রশাসন। ইতিমধ্যেই টাইগার হিলে পথে যান জট কমানোর জন্য গাড়ির মাত্রায় রাস টেনেছে প্রশাসন।এই ব্যবস্থার ও বিরোধিতা করেছিলেন পর্যটন ব্যবসায়ী রা, এবং এখন এই নতুন নির্দেশিকায় আরো রাগ বেড়েছে তাদের। শুধু তাই নয়, দুর দুর থেকে আসা পর্যটক রাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। জানা যাচ্ছে এই টাকা স্থানীয় বন গোষ্ঠীর উন্নয়নে ব্যবহার করা হবে।

 

সম্পর্কিত খবর