টিসিএস কর্মীদের জন্য বড় ঘোষণা! ত্রৈমাসিকে মিলবে১০০% পরিবর্তনশীল ভাতা

Published on:

Published on:

TCS announced 100 percent variable pay for more than 70 percent of its employees for April–June quarter

বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম বড় তথ্যসংস্থা টিসিএস (TCS)। এবার টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) কর্মীদের বেতনে এ বার বড় বদল করছে। সূত্রের খবর চলতি বছরের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ৭০ শতাংশের বেশি কর্মচারীকে ১০০ শতাংশ পরিবর্তনশীল ভাতা অর্থাৎ পড়ুন ভ্যারিয়েবল পে আওতায় আনার কথা ঘোষণা করেছে দেশের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সংস্থা। পাশাপাশি বাকিদের ক্ষেত্রে নিজ নিজ ব্যবসায়িক ইউনিটে কর্মদক্ষতার উপরে ভিত্তি করে ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে টিসিএস (TCS)।

ত্রৈমাসিকে মিলবে ১০০% পরিবর্তনশীল ভাতা,বেতন নিয়ে কর্মীদের সুখবর শোনাল টিসিএস (TCS)

চলতি বছরের এপ্রিল থেকে জুন তিন মাস অন্তরের ক্ষেত্রে ৭০ শতাংশের বেশি কর্মীকে ১০০% পরিবর্তনশীল ভাতার আওতায় আনার কথা ঘোষণা করেছে টিসিএস (TCS)। সূত্রের খবর, ইমেলের মাধ্যমেই এই সিদ্ধান্তের কথা কর্মীদেরকে জানিয়েছে টিসিএসের মুখ্য মানব সম্পদ আধিকারিক মিলিন্দ লাক্কাদ (Milind Lakkad)।

জানা যায় সেখানে বলা হয়েছে, ‘ত্রৈমাসিক অর্থাৎ প্রতি তিন মাস পর পর পরিবর্তনশীল ভাতার আওতাভুক্ত সি২ বা সমমানের সমস্ত কর্মীরা ১০০ শতাংশ হারে পাবেন ওই ভাতা। কিন্তু, সি৩ গ্রেড এবং তার উপরের বেতনপ্রাপ্তদের ক্ষেত্রে পৃথক ভাবে ভাতা দেওয়ার বিষয়টি ব্যবসায়িক কর্মদক্ষতার উপর নির্ভর করে বদল হতে পারে।’

পাশাপাশি, গ্রেড অনুযায়ী টিসিএস (TCS) এর কর্মীদের একাধিক শ্রেণীবিভাগ রয়েছে। প্রসঙ্গত, দেশের অন্যতম বড় তথ্যসংস্থা টিসিএস (TCS)। আর এই সংস্থায় সর্বনিম্ন স্তরে আছেন প্রশিক্ষণপ্রাপ্তেরা। এই প্রশিক্ষণপ্রাপ্তেরা ওয়াই শ্রেনির কোটায় পড়েন। তাঁদের উপর রয়েছেন সি১, সি২, সি৩ (এ ও বি), সি৪ এবং সি৫ গ্রেডের কর্মীরা। এবার এই সি১ স্তরে মূলত সিস্টেম ইঞ্জিনিয়ারদের রেখেছে টিসিএস (TCS)। আর একদম উপরের দিকে থাকেন সিনিয়র ম্যানেজমেন্ট স্তরের আধিকারিকেরা। পাশাপাশি, সি৩ এবং তার উপরের দিকের কর্মীদের সিনিয়র কর্মচারী হিসাবে রাখা হয়েছে।

 TCS announced 100 percent variable pay for more than 70 percent of its employees for April–June quarter

আরও পড়ুন: ২১ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, বুধে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

কর্মীদের এ বছর ত্রৈমাসিক পরিবর্তনশীল ভাতার কথা ঘোষণা করলেও বার্ষিক বেতন বাড়ানোর বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি টিসিএস। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সংস্থা। এমনকি শেষ তিনটি ত্রৈমাসিকে ডলারে অস্থিরতা থাকায় টিসিএসের রাজস্বের উপর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।