বাংলাহান্ট ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট আসার পর থেকেই লগ্নিকারীদের ভরসা চলে গিয়েছে আদানি গ্রুপের শেয়ারের উপর থেকে। যার জোরালো প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ার বাজারে। হুরমুরিয়ে পড়ে যাচ্ছে আদানি গ্রুপের (Adani Group) অধীনস্থ সাতটি কোম্পানির শেয়ারের দাম। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মত, ভারতের বাজারে হিন্ডেনবার্গ রিপোর্টের একটা বড় প্রভাব পড়তে পারে। সেনসেক্স ও নিফটিতেও এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে গত কয়েকদিনে।
আদানি ছাড়াও দেশের আরও একটি বৃহত্তম শিল্প গোষ্ঠী হল টাটা (Tata Group)। দেশের মানুষ যখন ধীরে ধীরে আদানির উপর থেকে আস্থা হারাচ্ছেন, তখন নিজেদের ভিত আরও শক্ত করছে টাট গ্রুপ। সামগ্রিকভাবে বাজার একটু নিম্নমুখী হলেও টাটা গ্রুপের একটি সংস্থার শেয়ার খুবই ভাল ফল করেছে। এই সংস্থাটি হল বা TCS। টাটা গ্রুপের অন্যতম বড় সংস্থা এটি।
শুক্রবার বাজার বন্ধ হওয়া অবধি দারুণ ফল করেছে TCS-এর শেয়ার। এই শেয়ার গত সাত মাসে সব থেকে ভাল ফল করেছে। শুক্রবার বেলা তিনটের সময় এই শেয়ারের দাম ছিল ৩ হাজার ৪৯৮ টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) এই দামে শেষ করেছে TCS। তবে এই ফলাফল হয়েছে ইন্ট্রা-ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে। সারাদিনে ১ শতাংশের গতি দেখিয়েছে এই সংস্থার শেয়ার। এই গতি গত তিন দিন ধরেই লক্ষ্য করা গিয়েছে।
লাগাতার তিন দিন ধরে TCS-এর শেয়ার কেনার জন্য উঠেপড়ে লেগেছেন লগ্নিকারীরা। আদানির শেয়ারের দাম পড়ার পর থেকে তাঁরা আরও বেশি ঝুঁকেছেন টাটা গ্রুপের এই শেয়ারের দিকে। মাত্র তিন দিনে TCS-এর শেয়ারের দামের ৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। গত তিন মাসে ১.৮ শতাংশ পড়ে গিয়েছিল এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স (S&P BSE Sensex)। তবে তার তুলনায় TCS-এর শেয়ারের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একইসঙ্গে গত তিন মাসে সেনসেক্সের (Sensex) ১ শতাংশ ঘাটতিতে ৯ শতাংশ অবধি রিটার্ন দিয়েছে TCS। অর্থাৎ এই কোম্পানি খুবই ভাল ফল করেছে শেয়ার বাজারে। উল্লেখ্য, গত ডিসেম্বরের ত্রৈমাসিক অর্থাৎ ২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৫৮ হাজার ২২৯ কোটি টাকার ব্যবসা করেছে টাটা গ্রুপের এই সংস্থা। এর ফলে কোম্পানির লাভ ১১ শতাংশ বেড়ে হয় ১০ হাজার ৮৪৬ কোটি টাকা।