চাকরি বাতিলের বদলে বাড়বে নিয়োগ ও বেতন! ছাঁটাই আবহের মধ্যে বড় ঘোষণা টাটা গ্রুপের

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বজুড়ে একাধিক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই করছে। তালিকায় রয়েছে গুগল (Google), অ্যামাজন (Amazon), ডিজনির (Disney) মতো তাবড় সংস্থার নাম। এক ধাক্কায় হাজার হাজার কর্মী হারিয়েছেন কাজ। কিন্তু এর মধ্যেই আশার কথা শোনাল ভারতীয় প্রযুক্তি সংস্থা টিসিএস (TCS)। এই সংস্থায় কাউকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছে তারা। শুধু তাই নয়, সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কর্মীদের বেতনও বাড়ানো হবে। 

ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে টিসিএস কর্মীদের মধ্যে। পাশাপাশি, অন্যান্য সংস্থা থেকে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদেরও চাকরি দেবে টিসিএস। এছাড়াও ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার শিক্ষানবিশ কর্মী নিয়োগ করতে চায় তারা। বর্তমানে ৬ লক্ষেরও বেশি কর্মী কাজ করেন টিসিএস-এ। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন টিসিএস-এর প্রধান মানব সম্পদ কর্মকর্তা মিলিন্দ লক্কড় (Milind Lakkad)।

tcs

তিনি জানিয়েছেন যে টিসিএস ছাঁটাইতে বিশ্বাস করে না। একাধিক সংস্থা এই পদক্ষেপ করেছে কারণ প্রয়োজনের চেয়ে বেশি কর্মী নিয়োগ করেছিল তারা। কিন্তু এক্ষেত্রে টিসিএস অনেকটাই সাবধানে চলে। তিনি বলেছেন, সেই কর্মীদের কার্যক্ষম করে তোলার দায়িত্ব সংস্থার। অনেক সময়েই সংস্থার প্রয়োজন অনুযায়ী দক্ষতা থাকে না কর্মীদের। এই পরিস্থিতিতে সংস্থা তাঁকে তৈরি করে।

TCS employees

মিলিন্দ লক্কড় জানিয়েছেন, টিসিএস-এর কর্মী সংক্রান্ত কোনও ছাঁটাইয়ের পরিকল্পনা নেই। ইতিমধ্যেই অন্যান্য অনেক সংস্থা থেকে ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে টিসিএস আমেরিকায় (USA) বসবাসকারী ভারতীয়দেরও কাজ দেবে বলে জানিয়েছে। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে ধাপে ধাপে ২১৯৭ জন কর্মীকে ছাঁটাই করেছে। এই টিসিএস কর্তা আরও জানিয়েছেন, একাধিক শিল্পক্ষেত্রে ভালো কাজ করছে সংস্থা।

এর জন্য আরও কর্মীর প্রয়োজন রয়েছে টিসিএস-এর। বিভিন্ন স্টার্ট আপে একাধিক দক্ষ কর্মীর কাজ গিয়েছে। তাই সেই সমস্ত কর্মীকে নিতে ইচ্ছুক টাটা গ্রুপের এই সংস্থাটি। ২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিসিএস-এ কর্মরত ছিলেন ৬ লক্ষ ১৩ হাজার ৯৭৪ জন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ২১৯৭ জন কর্মী বাদ পড়েছিলেন। ফলে কর্মীসংস্থা ৬ লক্ষ ১৬ হাজার ১৭১ থেকে কমে গিয়েছিল। 

Subhraroop

সম্পর্কিত খবর