‘গণভোট করিয়ে দেখুন”, বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাবের পর বিস্ফোরক BJP বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে অনেকদিন ধরেই শাসক ও বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। এর আগেও বাংলা ভাগের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবও আনা হয়েছে। এবার যখন বাংলাভাগ প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে বিধানসভার অন্দর, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন কার্শিয়াঙের (Kurseong) বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপ্রসাদ শর্মা (Vishnu Prasad)।

জানা গিয়েছে, বিষ্ণুর মন্তব্যের পরেই হইহই শুরু হয়ে যায় বিধানসভায়। জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের বিধায়করা। তবে থেমে থাকেননি শাসকদলের বিধায়করাও। তারাও জয় বাংলা ধ্বনি তোলেন। এদিন বিষ্ণু বলেন, ‘নির্বাচন কমিশনকে দিয়ে ওখানে গণভোট করুন। দেখবেন ওখানকার মানুষ কী চান!’ অন্যদিকে, তৃণমূলের সাবিনা ইয়াসমিন বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ‘সব বামগুলো আজকে রাম হয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের ভোটের পর থেকেই বাংলা ভাগের প্রসঙ্গে সৌমিত্র খাঁ, জন বার্লাসহ বিজেপির বহু বিধায়ক সহমত পোষণ করেছিলেন। তবে, দিন দশেক আগে রাজ্যভাগের বিষয়ে ফের বিতর্ককে উস্কে দেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। সপ্তাহ দেড়েক আগে বিষ্ণু বলেছিলেন, ‘আমি বাংলায় থাকতে চাই না।’ তাই আজকের বিধানসভায় যখন আবার বাংলা ভাগের প্রসঙ্গ ওঠে তখন সকলেরই নজর ছিল বিষ্ণুপ্রসাদের দিকে।

 

 

assembly 1

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যভাগের বিরোধিতা করেই কোচবিহারের মাথাভাঙায় জনসভা করতে গিয়েছিলেন। সেখানে গিয়েও অভিষেক বলেছিলেন, ‘যে বা যারা বাংলা ভাগের কথা উচ্চারণ করবে তাদের বাড়িতে লক করে দিন।’ তবে, বলা বাহুল্য পৃথক উত্তরবঙ্গ নিয়ে বিজেপির বক্তব্য এখনো স্পষ্ট নয় কারণ দিলীপ, শুভেন্দুরা বাংলাভাগের বিরোধিতা করলেও বিষ্ণু গণভোটের কথাই বলছেন।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর