বাংলা হান্ট ডেস্ক: করেছেন জনগণনার কাজ।এমনকি BLO হিসেবে ডিউটি করতে হয়েছে SIR এর সময়। এবার নতুন কাজ দেওয়া হল বিহারের শিক্ষক-শিক্ষিকাদের (Teacher)। সূত্রের খবর, এবার রাস্তায় নেমে পথ কুকুরদের গোনার কাজ দেওয়া হল তাদের। এই খবর জানাজানি হতেই শুরু হয়েছে বিক্ষোভ।
BLO ডিউটির পর এবার কুকুর গণনায় নামতে হবে শিক্ষকদের (Teacher)
জানা যায়, বিহারের রোহতাস জেলায় সাসারাম পুরসভা থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে যে এবার শিক্ষক শিক্ষিকাদের (Teacher) পথ কুকুর গুনতে হবে। আর এই ফলে জোর চর্চা চলছে। পাশাপাশি এই বিষয়ে শিক্ষকেরা প্রশ্ন তুলছে, পড়াশোনা সমস্ত কিছু লাটে তুলে এখন তারা এই কাজ করবেন।

আরও পড়ুন: বারবার রিচার্জের ঝামেলা শেষ, Airtel ১ বছরের প্ল্যানে মিলছে ২.৫GB ডেটা ও আনলিমিটেড ৫G
এমনিতেই ছাত্র-ছাত্রীদের তুলনায় এমনিতেই শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কম। তার ওপর একের পর এক কাজে ঠিকঠাক ভাবে পড়ানো সুযোগ পাচ্ছেন না। এরমধ্যে সাসারাম পুরসভার তরফে ওই পুরসভায় থাকা সমস্ত স্কুলকে নোটিস পাঠিয়ে নির্দেশ দিয়েছে। যে শিক্ষকদের মধ্যে থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।
অর্থাৎ যিনি পথকুকুর নিয়ে তথ্য সংগ্রহ ও সেই তথ্য শেয়ার করবেন। এর ফলে স্কুল চত্বরে কত কুকুর রয়েছে, সেই তথ্য সংগ্রহ করবেন তিনি। শুধু গননাই নয়, তাদের অবস্থা কীরকম, ও পথকুকুর নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা উচিত, তা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।
আর এই রিপোর্টের ভিত্তিতে পুরসভা ডগ পাউন্ড বা কুকুরদের থাকার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করবে। আর এই নির্দেশ পাওয়ার পরে যথারীতি রাগে ফুঁসে উঠেছেন শিক্ষকরা (Teacher)। তাদের অভিযোগ, এমনিতেই পড়াশেনার বাইরে একাধিক কাজ রয়েছে। এতদিন এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলও-র কাজ করতে হয়েছে। তার উপরে এখন পথকুকুরদেরও গণনা করতে হবে। যদিও এই বিষয়ে, সাসারাম পুরসভার কমিশনার বিকাশ কুমার জানিয়েছেন, সরকারের গাইডলাইন অনুযায়ীই এই নির্দেশ দেওয়া হয়েছে।












