২-এর নামতা লিখতে না পারায় ড্রিলিং মেশিন দিয়ে নাবালিকার হাত ফুটো করল শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ ২-এর নামতা (Table of 2) লিখতে পারেনি পঞ্চম শ্রেণির খুদে। আর তারই শাস্তি স্বরূপ ড্রিলিং মেশিন দিয়ে তার হাতে ফুটো (Drills) করে দিল শিক্ষক (Teacher)। নির্মম এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে(Uttar Pradesh ),যোগীরাজ্যে কানপুরে (Kanpur) প্রেমনগরের একটি বেসরকারি স্কুলে।

সূত্রের খবর উচ্চ প্রাথমিক বিভাগের পঞ্চম শ্রেণির পড়ুয়া সেই ছাত্রী । ক্লাসে সকলকে ২-এর নামতা লিখতে দিয়েছিলেন শিক্ষক। আর তা লিখতে না পারাতেই বিপাক। ছাত্রীর ওপর রাগে জ্বলে ওঠেন শিক্ষক, তারপর একটি ড্রিলিং মেশিন দিয়ে নাবালিকার বাঁ হাতে সে ফুটো করে দেয় বলে জানিয়েছে আহত ছাত্রী। সে আরও জানায় এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক পড়ুয়া ড্রিলিং মেশিনটি সুইচবোর্ড থেকে খুলে নেয়। তাই সে শিক্ষকের হাত থেকে রক্ষা পায়।

ভয়ঙ্কর এই ঘটনা পাঁচকান হতেই নড়েচড়ে বসেছে স্কুল প্রশাসন। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে খবর , প্রাথমিকভাবে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিক স্থানীয় ‘বেসিক শিক্ষা অধিকারী’দের ঘটনার বিষয়ে কিছু জানাননি। স্কুল তরফে প্রাথমিক চিকিৎসার পর ওই নির্যাতিতা ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা ছাত্রী, তারপরেই তার পরিবারের লোকজন স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা শিক্ষকের শাস্তির দাবি জানান।

বিক্ষোভের ঘটনার খবর পাওয়া মাত্রই বিএসএ সুরজিত কুমার সিং ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি বলেন, স্কুল থেকে ওই শিক্ষককে সরিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে। গঠন করা হয়েছে এক তদন্ত কমিটিও। অন্যদিকে কানপুরনগরের বেসিক শিক্ষা অধিকারী সুজিত কুমার সিং বলেন , এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর