ভয়ঙ্কর কাণ্ড, বোর্ডে ‘Eleven’ বানান লিখতে গিয়ে ভিরমি খাচ্ছেন শিক্ষক! ভাইরাল ভিডিও দেখে নিন্দার ঝড় নেটপাড়ায়

Updated on:

Updated on:

Teacher gets dizzy while writing Eleven on the board Viral video sparks condemnation on netizens

বাংলা হান্ট ডেস্ক: একি কাণ্ড! শিক্ষক (Teacher) নিজেই বানান লিখতে গিয়ে ভিরমি খাচ্ছেন। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ে (Chhattisgarh)। জানা যায় ছত্তীসগড় বলরামপুর জেলার ওই স্কুলের ভিডিও দেখে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, মাদওয়া গ্ৰাম পঞ্চায়েতের ঘোড়াসোত গ্ৰামের একটি প্রাইমারি স্কুলে এই ঘটনাটি ঘটে। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে (Video) দেখা যাচ্ছে ‘Eleven’ লিখতে গিয়ে হোঁচট খাচ্ছেন স্কুল শিক্ষক! ( ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

সহজ বানান লিখতে ভিরমি খাচ্ছেন ছত্তীসগড়ের স্কুল শিক্ষক, ভাইরাল ভিডিও (Teacher)

‘Eleven’ লিখতে গিয়ে হোঁচট খেয়ে এক্কেকার। সরকারি স্কুলের শিক্ষক ইংরেজি পাঠের প্রাথমিক ধাপেই আটকে গেলেন শিক্ষক। এমন ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড়। সূত্রের খবর, ছত্তীসগড় বলরামপুর মাদওয়া গ্ৰাম পঞ্চায়েতের ঘোড়াসোত গ্ৰামের একটি প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষক ও প্রধান শিক্ষক মিলিয়ে মোট তিনজনের উপস্থিতিতে এই বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে।

শুধুমাত্র যে ইংরেজি বানান নয়। ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করা হলেও উত্তর দিতে পারেনি ছাত্র-ছাত্রীরা। অথচ আরও হতাশজনক বিষয় হল জেলা পুলিশের নাম জিজ্ঞেস করলে নিরুত্তর ছিলেন শিক্ষকরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার সম্প্রতি ভাইরাল। ভাইরাল হওয়ার পর বহু নেটিজেন নানা ধরনের প্রশ্ন তুলছেন। পাশাপাশি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আঙুল উঠেছে।

Teacher gets dizzy while writing Eleven on the board Viral video sparks condemnation on netizens

আরও পড়ুন: জিম কিংবা দামি ফল খাওয়ার দরকার নেই! ‘ডায়েটে’ রাখুন এই ৫টি সবজি, হু হু করে নামবে ওজন

এই ভিডিও ভাইরাল হওয়ার পর, রাজ্যের প্রাথমিক শিক্ষার মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি ওই ভিডিওতে দেখা গিয়েছে, শিক্ষকেরা একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেও সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন তারা। পাশাপাশি মুখ লুকোচ্ছেন।

White knight নামক এক ইউজার এক্স (টুইটারে) এই ভিডিওটি শেয়ার করেছেন। তার ওই ভিডিও বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ দেখেছে। পাশাপাশি শেয়ার করেছেন অনেকে। এই ঘটনার পর সরকারি কাগজপত্র পরিকল্পনা থাকলেও বাস্তবিক চিত্র যে আলাদা তা স্পষ্টতো ধরা পড়েছে। বলরামপুর জেলার ছত্তীসগড় কোন দুর্গম এলাকা নয়। বরং রাজ্য সরকারের একাধিক শিক্ষা পরিকল্পনা এই জেলাতেই কার্যকর হয়। তা অন্তত সরকারি নথিপত্র তেই বলা হয়েছে। কিন্তু বাস্তবে স্কুলের এই দূরাবস্থা দেখে সমস্ত পরিকল্পনা গুলি সুফল হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।