নতুন বছরেই বিরাট সুখবর! রাজ্যে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে?

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ দিনেই অর্থাৎ ৩১ ডিসেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই এই নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের স্কুলে হবে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment)

জানা যাচ্ছে, বাংলা মাধ্যম হোক কিংবা  ইংরেজি মাধ্যম উভয় ক্ষেত্রেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পিএসসি। তবে এক্ষেত্রে কোন কোন বিষয়ের জন্য আবেদন করা যাবে তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন?

বাংলা মাধ্যম হোক কিংবা ইংরেজি মাধ্যম, উভয় স্কুলের জন্যই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনেই শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করা হবে। জানা যাচ্ছে,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দফতরের অধীনেই এই নিয়োগ করা হবে। জানা যাচ্ছে,পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস (গ্রুপ এ) বিভাগেই এই নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে শিক্ষক এবং শিক্ষিকা উভয়ের জন্যই বিষয়ের উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলা মাধ্যমের আগ্রহী শিক্ষিকারা বাংলা, ইংরেজি, অঙ্ক,ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স,পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, HMFR, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন।

আর বাংলা মাধ্যমে আগ্রহী শিক্ষকরা (Teacher Recruitment) আবেদন করতে পারবেন বাংলা, ইংরেজি, অঙ্ক,ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাণিজ্য, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, HMFR, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA, কত শতাংশ? বড় ঘোষণা রাজ্য সরকারের

অন্যদিকে ইংরেজি মাধ্যমে আগ্রহী শিক্ষিকারা আবেদন করতে পারবেন, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন,জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, এবং ভূগোল-এর জন্য।

এছাড়াও ইংরেজি মাধ্যমে আগ্রহী শিক্ষকরা ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, এবং হিন্দির নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন।

West Bengal Teachers

যদিও এখনও পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানায়নি পাবলিক সার্ভিস কমিশন। তবে ওই বিজ্ঞপ্তিতে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আবেদন পত্র জমার তথ্য, থেকে শুরু করে কবে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, কত ফি দিতে হবে ইত্যাদি সমস্ত তথ্যই আর কিছুদিনের মধ্যেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর