বাংলা হান্ট ডেস্কঃ টানা ১২ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিজিও থেকে বেরোলেন অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে শুক্রবার সায়নীকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।
ইডি দফতর থেকে বেরিয়েই সায়নী বলেন, ‘আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি’। নেত্রী আরও বলেন, ‘তদন্তের স্বার্থে ডাকলে আবার আসব’। এরপর ৫ই জুলাই ফের নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
সূত্রের খবর, আজ দুপুরের পর থেকে দফায় দফায় জেরা করা হয় তাঁকে। সায়নীকে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল, আয়কর জমা দেওয়ার নথি এবং যাবতীয় সম্পত্তির নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। তবে আজ বেশ কিছু নথি সায়নী দিতে পারেননি বলে জানা যাচ্ছে।
ইডি সূত্রে খবর, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের সঙ্গে সায়নীর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই লেনদেনের ভিত্তি কী ছিল, সায়নী আয়ের উৎস, আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করা হয় সায়নীকে। আজ সায়নীর সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। এবং সেই বয়ান ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১১টার কিছু সময় আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী। মঙ্গলবার তলবের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সায়নীর। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে নেত্রী বলেছিলেন, ‘আমি নির্বাচনী প্রচারে ছিলাম। ৪৮ ঘণ্টার নোটিসে আমাকে ডাকা হয়েছে। আমাকে সশরীরে হাজিরার কথা বলা হয়েছিল। তাই আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব’।