বাংলা হান্ট ডেস্কঃ জল্পনার অবসান। শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হলেন অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার সায়নীকে নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সেই মতোই আজ হাজির হলেন নেত্রী।
ইডি দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিঁনি সাফ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই এসেছি। সশরীরে উপস্থিত হয়েছি।” তদন্তে ১০০% সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন সায়নী ঘোষ। সূত্র মারফত খবর তাঁকে প্রশ্ন করতে প্রস্তুত ৪ জনের একটি দল গঠিত হয়েছে। বেশ কিছু নথি সঙ্গে নিয়ে তাঁকে যেতে বলা হয়েছে। চাওয়া হয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হতে পারে নেত্রীকে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করেছে ইডি। কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে বলে সূত্রের খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল সায়নীকে।
লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত খবর, কিছুক্ষন বাদেই সায়নীকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে।
প্রসঙ্গত, এর আগে কুন্তল ঘোষের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সায়নীকে। এই নিয়ে বেশ চর্চাও হয়। যদিও তখন সায়নী জানিয়েছিলেন, তাঁরা দুজনেই তৃণমূল করেন তাই এক মঞ্চে থাকতেই পারেন। তবে এবার নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ইডির মুখোমুখি সায়নী।