কপাল খুললো রিঙ্কু সিংয়ের! বিশ্বকাপের আগেই এই টুর্নামেন্টে গায়ে চাপাবেন ভারতীয় দলের জার্সি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট বা ওডিআই স্কোয়াডে জায়গা হয়নি প্রতিভাবান ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। ক্যারিবিয়ান সফরের ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড এখনো ঘোষিত হয়নি। আশা করা হচ্ছে যে সংক্ষিপ্ত ফরম্যাটেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটাবেন আলীগড়ের ক্রিকেটার। তবে তেমনটা যদি নাও হয়, তাহলেও রিঙ্কুর ভারতীয় দলের সুযোগ পাওয়া খুব বেশি দিনের জন্য আটকে থাকবে না।

আসন্ন এশিয়ান গেমস টুর্নামেন্টে ক্রিকেট একটি অংশ হতে চলেছে। এবং অনেক বিচার বিবেচনার পরে বিসিসিআই শেষ পর্যন্ত পুরুষ ও মহিলা দুই দলকেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাঠাতে পারে। চিনে আয়োজিত ওই টুর্নামেন্ট আরম্ভ হবে সেপ্টেম্বর মাসে। তার আগে জুলাইয়ে আয়োজিত বৈঠকে বিসিসিআই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এখনো অবধি সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে সেই অনুসারে জানা যাচ্ছে যে পূর্ণ শক্তির মহিলা ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে অংশ নেবে। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে তেমনটা হবে না কারণ অক্টোবর মাসের শুরু থেকেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ। তাই শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একটি দ্বিতীয়
সারির দলকে ওই টুর্নামেন্ট খেলতে পাঠাতে পারে ভারত।

আর মূল বিশ্বকাপের স্কোয়াড নিয়ে অন্য তারকা ক্রিকেটারের ব্যস্ত থাকায় কেকেআর তারকা রিঙ্কুর মতো অনেক ক্রিকেটারের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে। রিংকুর পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে আইপিএল খেলা তিলক ভার্মা ও নেহাল ওয়াহাদেরার মতো ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের অংশ হতে পারেন।

বিসিসিআই দ্বিতীয় সারির দল পাঠালেও এই টুর্নামেন্টকে হালকা ভাবে নেওয়ার কোন উপায় নেই। ২০২৩ বিশ্বকাপের পরেই অনেক অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার হয়তো ওডিআই ফরম্যাটে নিজেদের জায়গা ছেড়ে দেবেন। তাই এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করলে রিঙ্কুরা সেই জায়গাগুলি দখল করতে পারেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর