রাজ্যে ২ হাজার ৩০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ, জারি হল বিজ্ঞপ্তি, কারা আবেদন যোগ্য?

Published on:

Published on:

teacher recruitment(1)

বাংলাহান্ট ডেস্ক: মোট ২ হাজার ৩০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ। এসএসসি (SSC) আবহেই এবার স্কুলে বিশেষ শিক্ষক (Teacher Recruitment) নিয়োগের করবে রাজ্য। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক স্তরে ‘স্পেশ্যাল এডুকেশন’ শিক্ষকদের নিয়োগের (Special Education Teacher Recruitment) জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।

রাজ্যে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Teacher Recruitment

রাজ্যের সরকারি, সরকার-সহায়ক ও সরকার-পোষিত প্রাথমিক ও জুনিয়র স্কুলে মোট ২ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ শিক্ষায় ডি.এড. বা সমতুল্য ডিপ্লোমা এবং বৈধ সিআরআর নম্বর থাকতে হবে। একইসাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ন্যূনতম ছ’মাসের প্রশিক্ষণ থাকতে হবে।

আবেদনের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যারা ইতিমধ্যেই টেট পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। টেট পরীক্ষার জন্য ৮০ এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান ও সাক্ষাৎকারের জন্য মোট ২০ নম্বর, মোট ১০০ নম্বরের ভিত্তিতে হবে।

প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে সরকারি নিয়ম মত বয়সের ছাড় দেওয়া হবে। উল্লেখ্য, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার (Special Abled Children Education) জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে রাজ্যে। শিক্ষকে ঘাটতি থাকায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সঠিক পঠন-পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই বিশেষ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত।

teacher recruitment

আরও পড়ুন: আপনারা তো তদন্তকারি সংস্থা নন, তাহলে কেন ক্রাইম সিনে যেতে চাইছেন? প্রশ্ন হাইকোর্টের

সম্প্রতি রাজ্যের উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত ও সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক (Special Teacher) নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। মাধ্যমিক স্তরে ১৯৪২ আসনে স্পেশ্যাল এডুকেটার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়।‌ এবার সেই পথেই প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‌