বাংলাহান্ট ডেস্ক: এসএসসি (SSC) ইস্যুতে সরগরম রাজ্য। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। এবার স্কুলে বিশেষ শিক্ষক (Teacher Recruitment) নিয়োগের পথে রাজ্য। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই পোস্টের জন্য।
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ | Teacher Recruitment
বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত ও সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক (Special Teacher) নিয়োগ করতে চলেছে কমিশন। এসএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। যদিও এখনও পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেনি।
উল্লেখ্য, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার (Special Abled Children Education) জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে রাজ্যে। শিক্ষকে ঘাটতি থাকায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সঠিক পঠন-পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই এবার বিশেষ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত এসএসসির।
আবেদনের সময়সীমা জানিয়েছে কমিশন। পরীক্ষা কবে হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানা গিয়েছে। বিশেষ শিক্ষিক নিয়োগের প্যানেলের মেয়াদ চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে এক বছর পর্যন্ত থাকবে। জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া শূন্যপদের উপর ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে।
আরও পড়ুন: “আমাকে মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন”, কালো চশমা পড়ে আদালতে দাবি প্রাক্তন শিক্ষা মন্ত্রীর
জানা গিয়েছে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও মাস এডুকেশন এক্সটেনশন বা লাইব্রেরী সায়েন্স দফতরের আওতাধীন কোন প্রকল্পের সঙ্গে যুক্ত স্পেশাল এডুকেটর বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মাঝেই এবার রাজ্যের স্কুলে বিশেষ শিক্ষক নিয়োগ।