ক্লাসে এসে ভাতঘুম শিক্ষকের, অপেক্ষায় ছাত্রছাত্রীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : স্কুলে এসে ঘুমোচ্ছেন শিক্ষক। ক্লাসরুমের মেঝেতে চাদর পেতে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তিনি, পড়াশোনা সব শিকেয় তুলে। তার চারপাশে বসে রয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, অপেক্ষারত তারা।

কখন ঘুম ‌ভাঙবে তাদের শিক্ষকের আর বই হাতে চাইবেন, ঠিক এমন ছবিই উঠে এসেছে আর তকিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সিতাপুর জেলায় প্রাইমারি স্কুলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অতুলকুমার মিশ্র। অবশেষে পুরো ঘটনাটি নজরে আসে শিক্ষা দফতরে। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই রকমের কোনও অব্যবস্থা না হয় কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান শিক্ষাব্যবস্থার এই বেহাল ‌সত্যিই দুঃখজনক।

সম্পর্কিত খবর

X