আগামীকালই রাস্তায় নামছেন সরকারি শিক্ষকরা! কারণ সামনে আসতেই মাথায় বাজ সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া মহার্ঘ ভাতা, ন্যায্য নিয়োগের দাবিতে বাংলার পথে নেমেছে আন্দোলনকারীরা। নিত্যদিন উত্তপ্ত হয়ে উঠছে মহানগরীর রাজপথ। এরই মধ্যে এবার রাস্তায় নামতে চলেছেন সরকারি শিক্ষকরা (Government Teacher)। তবে এ রাজ্যে নয়, উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জানা যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর সোমবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বিশাল মিছিলে নামতে চলেছেন সরকারি স্কুলের শিক্ষকরা।

সূত্রের খবর, ওপিএস ফিরিয়ে আনার পাশাপাশি পে স্কেল সংশোধন, পদোন্নতির মতো ইস্যু সহ বহু দাবি নিয়ে একাধিক শিক্ষক সংগঠন সোমবার আন্দোলনে রাস্তায় নামবেন। প্রসঙ্গত বহু ক্ষেত্রেই বহু রাজ্যের সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার হোক এই দাবি জানিয়ে আসছেন। তবে এর পেছনে কারণ কি? কেন নতুন পেনশন স্কিম নিয়ে এত ক্ষোভ সরকারি কর্মীদের?

আরও পড়ুন: শুধু সাংসদ পদই গিয়েছে তেমন নয়! এই ৫ সুবিধাও হারালেন মহুয়া মৈত্র, লক্ষ লক্ষ টাকার ধাক্কা

পুরনো ব্যবস্থার আওতায় নির্ধারিতভাবে শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যেত অন্যান্য সুযোগ-সুবিধাও। অন্যদিকে নতুন পেনশন ব্যবস্থায় নিজের কর্মজীবনে একজন সরকারি কর্মচারী যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন অবসরের সময় তার ৬০ শতাংশ টাকা তুলতে পারেন।

da hike (1)

তবে এই ৬০ % টাকা তোলার ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। আর বাকি ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। আনুমানিক হিসেব কষলে দেখা যাবে সরকারি কর্মচারীদের শেষ তোলা বেতনের ৩৫% মতো পেনশন বাবদ পাওয়া যায়। তবে এর সবটাই নির্ভর করবে বাজারের উপর। তাই কোনও নিশ্চয়তা নেই।

পুরোনো পুরনো পেনশন প্রকল্পে কোনও ঝুঁকি নেই। অন্যদিকে নয়া পেনশন প্রকল্পে ঝুঁকি থাকলেও দীর্ঘকালীন ক্ষেত্রে তাতে অনেক বেদি লাভবান হবেন সরকারি কর্মীরা। তবে সেই ঝুঁকি নিতে নারাজ তারা। তাই তাদের দাবি পুরোনো পন্থা ফিরিয়ে আনা হোক।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X