বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে আগামী ২২ শে এপ্রিল থেকে।
তবে শিক্ষকদের জন্য এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন।রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগামী সোমবার থেকে নির্দিষ্টকালের জন্য গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তাপ প্রবাহ। অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা।
আরোও পড়ুন : দীঘায় এবার ডবল মজা! শুরু হল দুর্দান্ত এই পরিষেবা, গরমে বেড়াতে গেলেও ফুরফুরে হয়ে যাবেন
এই অবস্থায় স্কুলে আসতে গিয়ে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেই দিক দিয়ে খেয়াল রেখেই স্কুল শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই গরমের ছুটিতে কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ লাভ হচ্ছে না। তবে আমরা কিন্তু বাংলার কথা বলছি না, বলছি বিহারের কথা। যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি।
বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে। বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই সময়টাতে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল গরমের ছুটিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।