দীঘায় এবার ডবল মজা! শুরু হল দুর্দান্ত এই পরিষেবা, গরমে বেড়াতে গেলেও ফুরফুরে হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। অপরদিকে আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এই আবহে আর কিছুদিন পরেই বিভিন্ন স্কুলে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। এই গরমের ছুটির আগেই বাঙালির প্রিয় পর্যটন স্থল দীঘায় শুরু হয়ে যাচ্ছে একটি নতুন পরিষেবা। এই পরিষেবা আরম্ভ করার লক্ষ্যে বেশ আগেই শুরু হয় তোড়জোড়।

কিন্তু একাধিক কারণে সেই কাজ থমকে যায় বারবার। তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীঘায় এই পরিষেবা শুরু হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই।এবার দীঘায় পর্যটকদের জন্য প্রমোদতরী ভেসে যাবে সমুদ্রে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গরমের ছুটির মধ্যেই সমুদ্র সৈকতে পাড়ি দেবে প্রমোদতরী।

আরোও পড়ুন : প্রয়াত বাবা, মা বাঁধতেন বিড়ি! অবিশ্বাস্য লড়াই করে UPSC ক্র্যাক, IAS হচ্ছেন এই হতদরিদ্র যুবক

মেদিনীপুর জেলার দীঘা পর্যটন মানচিত্রে একটি অন্যতম আকর্ষণীয় স্থান। গোটা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। কলকাতার অত্যন্ত কাছে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত এখানে। তাই কিছুদিনের ছুটি কাটানোর জন্য বহু পর্যটকের প্রথম পছন্দ সমুদ্র নগরী দীঘা। একটা সময় পর্যন্ত দীঘায় সমুদ্র স্নান করে বাড়ি ফিরে যাওয়া ছিল পর্যটকদের চেনা রুটিন।

আরোও পড়ুন : পরিযায়ী শ্রমিকরাও পাবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা! ভোট শুরু হতেই বিরাট ঘোষণা মমতার

তবে প্রশাসনের উদ্যোগে দীঘায় একাধিক পরিষেবা শুরু হয়। পার্ক, মিউজিয়াম, কফি হাউস-সহ আরও একাধিক স্থান তৈরি করা হয় পর্যটকদের আকর্ষণ করার জন্য। দীর্ঘদিন ধরে পর্যটকদের দাবি ছিল দীঘায় গোয়ার আদলে ক্রুজ পরিষেবা চালু করা হোক। MV নিবেদিতা নামের একটি জাহাজ এই উদ্দেশ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ হস্তান্তর করে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদকে।

Digha

এই জাহাজে ভ্রমণের মাধ্যমে পর্যটকেরা সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। এছাড়াও কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবেন মৎস্যজীবীদের জীবন-জীবিকা। জানা গেছে এক ঘন্টা এই ক্রুজে ভ্রমণ করা যাবে। বাতানুকূল এই জাহাজে থাকবে রেস্তোরাঁ ও বিনোদনের ব্যবস্থা। দুটি ডেক মিলিয়ে একসাথে ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন জাহাজে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর