টিকিট দেয়নি দল, অভিমানে দল ছেড়ে মাথা মোড়ালেন নেত্রী!

বাংলাহান্ট ডেস্কঃ আবারও প্রকাশ্যে এল কংগ্রেসের (congress) অন্তর্দ্বন্ধ। টিকিট না পেয়ে দল ছেড়ে মাাথ মুড়িয়ে ফেললেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ (lathika subhash)। ২০১৮ সাল থেকে কেরলের মহিলা কংগ্রেসের সভাপতি পদে থাকার পরও তাঁকে টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনই এক সিদ্ধান্ত নিলেন তিনি।

নির্বাচনের আগেই জনসেবার একটা হিড়িক ওঠে নেতা মন্ত্রীদের মধ্যে। নির্বাচন হয়ে গেলেই, দেখা যায় আবার অন্য রকম সুর। কিন্তু সেই নির্বাচনে লড়াই করার টিকিটই যদি না দেওয়া হয়, তাহলে অপমানিত হয়ে অনেককেই দল ছাড়তেও দেখা যায়। কংগ্রেসেও তার ব্যাতিক্রম হল না।

কেরালায় নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন কেরলের মহিলা কংগ্রেসের সভাপতি লতিকা সুভাষ। বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার কথা থাকলেও, তাঁকে প্রার্থী করেনি দল। কেরলের এত্তুমানুর থেকে প্রার্থী হওয়ার আশায় ছিলেন তিনি। রাস্তায় নেমে দলের হয়ে অনেক লড়াইও করেছেন তিনি। কিন্তু তাঁর পরও তাঁর আশায় জল ঢেলে, টিকিট দেওয়া হল না তাঁকে।

লতিকা সুভাষ ক্ষোভের সুরে জানিয়েছেন, ২০১৮ সালে কেরলের মহিলা কংগ্রেসের সভাপতি হিসাবে খোদ রাহুল গান্ধী তাঁর নাম ঘোষণা করেছিলেন। কিন্তু আজকের দিনে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হল না। ২০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর এই অপমান মেনে নিতে পারছেন না তিনি। তাই দল ছেড়ে নিজের মাথা মুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

তবে এখনই অন্য কোন দলে নাম লেখাচ্ছেন না, সেবিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস ক্ষুব্ধ নেত্রী লতিকা সুভাষ। প্রার্থী তালিকায় কেন এমন নেত্রীর নাম থাকল না, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি কংগ্রেসের পক্ষ থেকে।


Smita Hari

সম্পর্কিত খবর