বাংলা হান্ট ডেস্ক: ভারত (Team India) এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে। যেটি সম্পন্ন হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। এই সিরিজে বর্তমানে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ম্যানচেস্টারে ডেবিউ করবেন টিম ইন্ডিয়ার (Team India) ১০ জন খেলোয়াড়:
কারণ, এই সিরিজে টিকে থাকতে হলে টিম ইন্ডিয়াকে (Team India) দুর্ধর্ষ করতে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ, সোজা কোথায় চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে। এদিকে, এই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর চমকে যাবেন প্রত্যেক ক্রিকেট অনুরাগে। আসলে, এই ম্যাচে একটি বিশেষ দৃশ্যও দেখা যাবে। মূলত, ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ১০ জন খেলোয়াড়কে ডেবিউ করতে দেখা যাবে। হ্যাঁ, প্রথমে পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।
টিম ইন্ডিয়ার ১০ জন খেলোয়াড় ম্যানচেস্টারে ডেবিউ করবেন: অনন্য পিচ এবং উত্তেজনাপূর্ণ পরিবেশের জন্য পরিচিত ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম ভারতীয় দলের (Team India) জন্য একটি নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করবে। বর্তমান ভারতীয় দলে, রবীন্দ্র জাদেজাই একমাত্র খেলোয়াড় যিনি এর আগে এই মাঠে একটি টেস্ট ম্যাচ খেলেছেন। অপরদিকে, জাদেজা ছাড়া, টিম ইন্ডিয়ার প্লেয়িং ১১-এ থাকা বাকি ১০ জন খেলোয়াড় এই প্রথম ওই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছেন হাত-পা! ৩ আঙুলে লিখে প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে বাজিমাত করে IAS হলেন সুরজ
যদি টিম ইন্ডিয়া তাদের প্লেয়িং ১১ পরিবর্তন না করে, তাহলে যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজের মতো তারকা খেলোয়াড়রা প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলবেন। পাশাপাশি, এই প্রত্যেক খেলোয়াড়দের ওপর ইতিহাস বদলে দেওয়ার দায়িত্বও থাকবে। মূলত, টিম ইন্ডিয়া এই মাঠে এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি।
আরও পড়ুন: সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?
ওল্ড ট্র্যাফোর্ডে টিম ইন্ডিয়ার পরিসংখ্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার রেকর্ড এখনও পর্যন্ত হতাশাজনক। ভারত এই ঐতিহাসিক মাঠে ৯ টি টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু একটিতেও জিততে পারেনি। এর মধ্যে ৪ টিতে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে, এবং ৫ টি ম্যাচ ড্র হয়েছে। টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট ম্যাচ এখানে ১৯৩৬ সালে খেলা হয়েছিল। ওই ম্যাচটি ড্র হয়েছিল। শেষ টেস্ট ম্যাচটি ২০১৪ সালে খেলা হয়। ওই ম্যাচে পরাজিত হয়েছিল ভারত।