বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াডে থাকা নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। ইংল্যান্ডে নীতীশ রেড্ডি ২ টি টেস্ট ম্যাচে খেলার সুযোগ পান। এদিকে, ইংল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার পর, নীতীশ রেড্ডি এখন আইনি ঝামেলায় আটকে পড়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নীতিশের বিরুদ্ধে তাঁর পূর্বের প্লেয়ার ম্যানেজমেন্ট এজেন্সি ৫ কোটি টাকারও বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগ করেছে।
৫ কোটির মামলায় নাম জড়াল ভারতের (Team India) তারকা অলরাউন্ডারের:
শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই সংস্থাটি এই বিষয়ে একটি আবেদন দাখিল করেছে বলেও জানা গিয়েছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫-এর বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন নীতিশ রেড্ডির সঙ্গে ওই প্লেয়ার এজেন্সির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই প্লেয়ার এজেন্সির নাম স্কয়ার দ্য ওয়ান। এরপর, নীতীশ টিম ইন্ডিয়ার (Team India) এক সতীর্থ খেলোয়াড়ের সাহায্য নেন এবং তিনি নতুন ম্যানেজারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
এমতাবস্থায়, প্লেয়ার ম্যানেজমেন্ট এজেন্সি স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড চুক্তি লঙ্ঘন এবং পাওনা পরিশোধ না করার অভিযোগ এনে আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্টের ধারা ১১(৬)-এর অধীনে একটি আবেদন দায়ের করেছে। আগামী ২৮ জুলাই দিল্লি হাইকোর্টে এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: একবার নয়! এশিয়া কাপে তিনবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? সূচি সামনে আসার পরেই মিলল উত্তর
নীতীশ রেড্ডি আদালতে যেতে প্রস্তুত: মিডিয়া রিপোর্ট অনুসারে, নীতীশ কুমার রেড্ডি এই পুরো বিষয়টির পরিপ্রেক্ষিতে আদালতে যেতে প্রস্তুত। কারণ নীতীশ ওই এজেন্সিকে কোনও অর্থ দিতে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি নিজেই এন্ডোর্সমেন্ট চুক্তিটি পেয়েছেন। এতে সংস্থার কোনও ভূমিকা ছিল না। এমন পরিস্থিতিতে, এই পুরো বিষয়টি দীর্ঘ সময় ধরে চলতে পারে। তবে, এই বিষয় নিয়ে নীতীশ রেড্ডির পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, নীতীশ রেড্ডি বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে দুর্দান্ত অভিষেক করেছিলেন। তবে, তারপরে নীতীশের পারফরম্যান্সে কিছুটা অবনতি দেখা যায়। কারণ, টেস্টে অভিষেকের পর, IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ২০২৫ সালের মরশুমটি তাঁর খারাপ ছিল। IPL-এ নীতীশ চোটের সম্মুখীনও হন। কিন্তু তা সত্ত্বেও তিনি ইংল্যান্ড সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।