বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) ৩-০ ফলে উড়িয়ে দিয়েছিল ভারত। তারপর আজ কিউইদের (India vs New Zealand) ব্রাউনওয়াশ করে আইসিসি (ICC) ওডিআই র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে উঠে এল রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। ইন্দোরে সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ৯০ রানে জয় পেতেই ক্রমতালিকায় ওয়ান ডে ফরম্যাটে শীর্ষস্থানে উঠে আসা নিশ্চিত হয়ে গিয়েছে মেন ইন ব্লুজ-দের।
এর আগে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছিল ভারত। দাসুন শানাকার মরিয়া চেষ্টা সত্ত্বেও সেই সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত ২-১ ফলে ওই সিরিজটি জিতেছিল। সেই সিরিজ জয়ের পরে আপাতত টি-টোয়েন্টিতেও ভারতীয় দল শীর্ষস্থানে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ জিতলে তাদের শীর্ষে অবস্থান আরও জোরদার হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই মুহূর্তে ওই ফরম্যাটে রোহিত শর্মারা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা যদি বড় ব্যবধানে ওই সিরিজ জিততে পারেন তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটের পাশাপাশি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান নিশ্চিত করবে ভারতীয় টেস্ট দল।
আজ রোহিত শর্মা এবং শুভমান গিল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামার পর ওপেনিংয়ে ২১২ রানের পার্টনারশিপ গড়েছিল। দুই ভারতীয় ওপেনারই শতরান করেন। এটি ছিল রোহিতের ৩০ তম ওডিআই এবং গিলের চতুর্থ ওডিআই শতরান। এরপর হার্দিকের অর্ধশতরানে ভর করে ভারত ৩৮৫ রানের স্কোর খাড়া করেছিল।
তারপর হার্দিক বল হাতে প্রথম ওভারেই নিউজিল্যান্ডকে ঝটকা দেন। এরপর ডেভন কনওয়ে শতরান করে একটা মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু উল্টো দিক থেকে কোনও সাহায্য পাননি। তিনি উমরানের শিকার হন। এরপর শার্দূল ঠাকুর কিউয়ি মিডল অর্ডার এবং কুলদীপ ও চাহালের স্পিনের ভেলকিতে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ধরাশায়ী হয়। ৯ ওভার বাকি থাকতেই ২৯০ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা।