বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘুরে দাঁড়ালো ভারত। ভাইজাগে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ভেসে থাকলো ভারত। এর আগে নিউ দিল্লি এবং কটকে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয় বোলাররা। কিন্তু এদিন সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটলো না। হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ভাইজাগের মাটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো রিশভ পন্থের নেতৃত্বাধীন ভারতীয় দল।
তার আগে শুরুতে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষানের দুরন্ত অর্ধশতরানে ভর করে ভারত ১৭৯ রান বোর্ডে তুলেছিল। সাম্প্রতিক ফর্ম দেখে মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার বর্তমান ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে এই রান যথেষ্ট নয়। কারণ প্রতি ম্যাচেই প্রোটিয়া মিডল অর্ডার ম্যাচ বার করে দিচ্ছিলো।
আজ ভারতীয় মিডিল অর্ডার শোচনীয়ভাবে ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার ২১ রানে ৩১ বলের ইনিংস ছাড়া কেউই ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দুটি উইকেট নেন ডোয়েইন প্রিটোরিয়াস। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা, কেশব মহারাজ এবং তাবারাজ সামসি।
ব্যাট করতে নেমে ইনিংসকে গতি দিতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অধিনায়ক তেম্বা বাভুমার অক্ষর প্যাটেলের বলে উইকেট দেওয়া থেকে তাদের পতনের শুরু হয়। তারপর আশা যাওয়া চলতেই থাকে। গত ম্যাচের হিরো হেনরিক ক্লাসেন দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। ১৯.১ ওভারে ১৩১ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ টি উইকেট নেন হর্ষল প্যাটেল। সমালোচকদের যোগ্য জবাব দিয়ে ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাহালও।