বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেই সফরে গত বছরে করোনার কারণে থমকে যাওয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে হবে ভারতকে। এইমুহূর্তে সিরিজে ভারত ২-১ ফলে এগিয়ে। ভারত যদি ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট শুধুমাত্র ড্র-ও করতে পারে, তাহলেই ২০০৭ সালের রাহুল দ্রাবিড়ের ভারতের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে। এই সিরিজের শুরুতে অধিনায়ক কোহলি থাকলেও এই ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত। আর রোহিতের জন্য সুখবর যে ইংল্যান্ড সফরের আগে অফফর্ম কাটিয়ে ভারতীয় টেস্ট দলে ফিরেছেন চেতেশ্বর পূজারা।
কাউন্টি ক্রিকেটে চেতেশ্বর পূজারার ফর্ম দেখে তাকে আবারও ভারতীয় টেস্ট দলে সুযোগ দিচ্ছেন নির্বাচকরা। বেশ কয়েকটি টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। কিন্তু সকল তারকা যখন আইপিএল নিয়ে ব্যস্ত তখন চলতি কাউন্টি মরশুমে সাসেক্সের হয়ে অসাধারণ ফর্মে ছিলেন পূজারা। তাই তিনি ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। ডার্বিশায়ারের, ওরচেস্টারশায়ারের ও ডারহামের বিরুদ্ধে শতরান ছাড়াও মিডলসেক্সের বিরুদ্ধে দ্বিশতরানও করেছিলেন তিনি। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নেমে পুজারা মুম্বাইয়ের বিরুদ্ধে ৯১ এবং গোয়ার বিপক্ষে অপরাজিত ৬৪ রান করেছিলেন।
দলে ফের প্রত্যাবর্তন করে পূজারা বলেছেন, ‘প্রতিবারের মতো, আমি এই সফরের আগে প্রস্তুতি নেওয়ার জন্য উন্মুখ এবং ভারতীয় দলের জয়ে অবদান রাখতে পারবো বলে আশা করছি।’ এই ম্যাচটি ১ লা জুলাই থেকে আরম্ভ হবে।
ইংল্যান্ড সিরিজে টেস্টে ভারতীয় দলের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, রিশভ পন্থ, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, বুমরা, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।