Ekchokho.com 🇮🇳

ভারতের এই তারকা প্লেয়ারকে আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, অবাক করবে কারণ

Published on:

Published on:

Team India cricketer is compared to Shahid Afridi.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল (Team India) বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। যেখানে দুই দলের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজটি বর্তমানে রয়েছে ১-১ সমতায়। এদিকে, এই সিরিজ চলাকালীন পাকিস্তানের একজন প্রাক্তন ক্রিকেটার এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, তিনি টিম ইন্ডিয়ার একজন খেলোয়াড়কে শাহিদ আফ্রিদির সঙ্গে তুলনা করেছেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, ওই ভারতীয় খেলোয়াড় শাহিদ আফ্রিদির চেয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেন।

টিম ইন্ডিয়ার (Team India) এই প্লেয়ার মুগ্ধ করেছে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়কে:

ঋষভ পন্থকে আফ্রিদির সঙ্গে তুলনা: উল্লেখ্য যে, ভারতীয় ক্রিকেট দলের (Team India) বিস্ফোরক উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে কেবল ক্রিকেট অনুরাগীদের মনই জয় করেননি, বরং ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদেরও মুগ্ধ করেছেন। সম্প্রতি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুশতাক মোহাম্মদ পন্থের প্রশংসা করে একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি পন্থকে “ভারতীয় শাহিদ আফ্রিদি” বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, পন্থ ব্যাট হাতে আফ্রিদির চেয়েও ভালো। এদিকে, এহেন প্রতিক্রিয়া ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Team India cricketer is compared to Shahid Afridi.

মুশতাক মোহাম্মদের বড় প্রতিক্রিয়া: মুশতাক মোহাম্মদ PTI-এর সাথে আলাপচারিতায় বলেন, ‘ঋষভ পন্থ হলেন ভারতীয় শাহিদ আফ্রিদি। আসলে যখন তাঁর হাতে ব্যাট থাকে, তখন তিনি আফ্রিদির চেয়েও ভালো।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পন্থের (Team India) পারফরম্যান্স এখনও পর্যন্ত যথেষ্ট ভালো। তিনি সিরিজে সবচেয়ে বেশি রান করা দ্বিতীয় ভারতীয়।

আরও পড়ুন: শুল্কের ভয়ে না “ঝুঁকেই” বাজিমাত ভারতের ! আমেরিকার সাথে সম্পন্ন হল মিনি ট্রেড ডিল

লিডসের হেডিংলিতে চলতি সিরিজের প্রথম টেস্টে পন্থ উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। যদিও ভারত (Team India) সেই ম্যাচটি ৫ উইকেটে হেরেছিল। অপরদিকে, দ্বিতীয় টেস্টে এজবাস্টনে ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে। ওই ম্যাচে, পন্থ তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং উইকেটকিপিং দিয়ে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত হাফ সেঞ্চুরি (৫৮ বলে ৬৫ রান) হাঁকিয়েছিলেন।

আরও পড়ুন: ব্যাঙ্ক, বিমা কোম্পানি, পোস্ট অফিস…৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটে কোন কোন পরিষেবা থাকবে বন্ধ? রইল লিস্ট

এদিকে, মুশতাক মোহাম্মদ শুভমান গিল এবং বিরাট কোহলিরও প্রশংসা করেছেন। বিরাট কোহলি সম্পর্কে তিনি বলেন, “কোহলি আরও ২ বছর খেলতে পারবে। তাঁর টেস্ট দলের (Team India) সঙ্গে এখানে থাকা উচিত। আমি জানি না কেন সে অবসর নিল।” জানিয়ে রাখি, এই সিরিজের আগে বিরাট টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন।