বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করে ফের চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া (Team India)। দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে এই রোমাঞ্চকর ফাইনালে, কুলদীপ যাদবের প্রাণঘাতী বোলিং (৪/৩০) এবং তিলক ভার্মার দুর্দান্ত ৬৯ রানের (অপরাজিত) সুবাদে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর সঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি নবমবারের মতো এশিয়া কাপের ট্রফি দখল করেছে। উল্লেখ্য যে, এটি ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম এশিয়া কাপ ফাইনাল। যেটি টিম ইন্ডিয়া জিতেছে।
এশিয়া কাপে জিতল ভারত (Team India):
২৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তান দুর্দান্ত শুরু করে। ভারতের (Team India) বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাহেবজাদা ফারহান এবং ফখর জামান আক্রমণাত্মক ইনিংসের মাধ্যমে দুর্দান্ত শুরু এনে দেন। ফারহান জসপ্রীত বুমরাহকে বিশেষভাবে টার্গেট করে মাত্র ৩৮ বলে ৫৭ রান করেন। ফারহান এবং ফখরের মধ্যে ৮৪ রানের জুটি তৈরি হয়। এরপর ফখর জামান দায়িত্ব নেন এবং পাকিস্তানের স্কোর ১০০ ছাড়িয়ে যায়।
Soaking in all the glory 👏
Take a bow Tilak Varma 🫡
Updates ▶️ https://t.co/0VXKuKPkE2#TeamIndia | #AsiaCup2025 | #Final pic.twitter.com/fTshWy24ZR
— BCCI (@BCCI) September 28, 2025
কিন্তু ঠিক তখনই কুলদীপ যাদব আক্রমণ শুরু করেন। ১৩ তম ওভারে কুলদীপ (Team India) সাইম আইয়ুবকে আউট করেন। যার ফলে ১১৩ রানে পাকিস্তান তাদের দ্বিতীয় উইকেট হারায়। এরপর, পরবর্তী ৫ ওভারে পাকিস্তান দ্রুত উইকেট হারাতে থাকে এবং মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ১৭ তম ওভারে মাত্র এক রান দিয়ে কুলদীপ যাদব ৩ টি উইকেট নেন। এছাড়াও বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং বুমরাহ ২ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: সুখবর! এই ব্যাঙ্কে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
এই ম্যাচের আগে, টিম ইন্ডিয়া (Team India) গ্রুপ পর্ব এবং সুপার-৪ রাউন্ডে পাকিস্তানকে একতরফাভাবে পরাজিত করেছিল। ওই ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা দূরত্ব শুরু এনে দিয়েছিলেন। কিন্তু ফাইনাল ম্যাচে অভিষেক দ্বিতীয় ওভারেই আউট হন। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমান গিল আবারও ব্যর্থ হন। মাত্র ২০ রানে টিম ইন্ডিয়া ৩ টি উইকেট হারায়। এমন পরিস্থিতিতে, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা ইনিংসের দায়িত্ব নেন এবং দু’জনে ৫৭ রানের দুর্দান্ত জুটি তৈরি করেন।
আরও পড়ুন: ৭ বছরে ৪৬,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! ৭০ পয়সার এই শেয়ারেই রকেটের গতি
স্যামসন আউট হওয়ার পর, শিবম দুবে তিলককে সাহায্য করেন এবং কিছু বড় শট মারেন। তাঁরা দু’জনে মাত্র ৪০ বলে ৬০ রানের দ্রুত জুটি গড়েন। ওই আবহে তিলক তাঁর দুর্ধর্ষ হাফ-সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ১৯ তম ওভারের শেষ বলে দুবে আউট হন। যার ফলে শেষ ৬ বলে ভারতের (Team India) প্রয়োজন ছিল ১০ রান। শেষ ওভারে হারিস রউফের দ্বিতীয় বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিলক। তারপরেই চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় “কনফার্ম” করে ফেলেন রিঙ্কু সিং। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩ টি উইকেট নেন।