বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর ষষ্ঠ ম্যাচে ভারত (Team India) সহজেই পাকিস্তানকে পরাজিত করেছে। এটি এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় জয়। এমতাবস্থায়, ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে পৌঁছেছে। এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তারপরে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে।
এশিয়া কাপে পাকিস্তানকে পরাজিত করল ভারত (Team India):
এদিকে, ভারত (Team India) ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে ম্যাচটি জিতে নেয়। ভারতের হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন এবং শিবম দুবে ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। এবারে টিম ইন্ডিয়া তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। অন্যদিকে, পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচ খেলবে আগামী ১৭ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।
India wins, but no handshake with Pakistan. This isn’t just cricket, it’s a message for Pahalgam. 🔥🇮🇳”#INDvsPAK #IndiaVsPakistan pic.twitter.com/amBa0YXktc
— Weapon. (@sk465g) September 14, 2025
পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতীয় দলের প্রথম ধাক্কা আসে শুভমান গিলের। তিনি ৭ বলে ১০ রান করে স্যাম আইয়ুবের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের মাধ্যমে স্টাম্পড হন। পরে অভিষেক শর্মা ১৩ বলে ঝোড়ো ইনিংসে ৩১ রান করেন। তিনি ৪ টি চার এবং ২ টি ছক্কা মারেন। স্যাম আইয়ুবের বলে ফাহিম আশরাফ তাঁর ক্যাচ নেন। এদিকে, তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করেন। স্যাম আইয়ুব তাকে বোল্ড করেন।
আরও পড়ুন: একমাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী মোদী! আগামীকাল যোগ দেবেন সেনার অনুষ্ঠানে
এদিকে, পাকিস্তানের হয়ে সাহেবজাদা ফারহান ৪৪ বলে ৪০ রান এবং শাহিন আফ্রিদি ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন। ওই ২ জন ছাড়া কেবল ফখর জামান (১৭), ফাহিম আশরাফ (১১) এবং সুফিয়ান মুকিম (১০) দুই অঙ্কের রানে পৌঁছতে পারেন। স্যাম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ তাঁদের খাতা খুলতে পারেননি।
অপরদিকে, হাসান নওয়াজ ৫ রান করেন। মোহাম্মদ হারিস এবং অধিনায়ক সালমান আলী আগা ৩ রান করে আউট হন। ভারতের স্পিন বোলাররা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কুলদীপ যাদব সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ২ টি উইকেট নেন। এছাড়াও, বরুণ চক্রবর্তী ১ টি উইকেট নেন। এদিকে, ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ২ টি উইকেট নেন এবং হার্দিক পাণ্ডিয়া নেন ১ টি উইকেট।