বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট সম্পর্কে সাম্প্রতিক অতীতে একটা কথা বলা হয়েছিল। বক্তব্যটি হলো ভারতীয় ক্রিকেট এখন এতটাই সমৃদ্ধ যে তারা দুটি একই সময়ে চলতে থাকা টুর্নামেন্টে দু’রকম দল নামাতে পারে এবং দুটি টুর্নামেন্টই জিতে নিতে পারে। সেই কথাটাকে আজ সত্যি প্রমান করলো শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত। দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যত খড়কুটোর মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিলেন শ্রেয়স আইয়াররা।
আজ ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান রাঁচিতে দ্বিতীয় ওডিআই ম্যাচ জেতা একাদশটিকেই অপরিবর্তিত রেখেছিলেন। আজ টসে জিতে তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সেই সিদ্ধান্তটিকে সম্পূর্ণ সঠিক প্রমাণ করে দেন ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকা আজ ওডিআই ক্রিকেটের ইতিহাসে তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর ৯৯-তে অল-আউট হয়ে যায় ভারতীয় বোলারদের দাপটের সামনে।
ভারতীয় বোলারদের মধ্যে আজকে শার্দূল ঠাকুর ও আবেশ খান বাদে প্রত্যেকেই উইকেট পেয়েছেন। উইকেট না পেলেও আজকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন আবেশ। আজকের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কুলদীপ যাদব। ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে তিনি ৪ টি উইকেট নিয়েছেন।
বাকি তিন ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং বাংলার রঞ্জি দলের শাহবাজ আহমেদ দুটি করে উইকেট পেয়েছেন। নিজের ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন ওয়াশিংটন। ৫ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়েছেন সিরাজ। সবচেয়ে বেশি ৭ ওভার বল করে ৩২ রান দিয়েছেন শাহবাজ।
এরপরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান এবং ঈশান কিষান অল্প রানে আউট হলেও ভালো ব্যাটিং করছিলেন অপর ওপেনার শুভমান গিল। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। ৫৭ বলে ৮ টি চার সহ ৪৯ রান করেন তিনি। এরপর মাত্র ২৩ বলে ৩টি চার ও ২টি ছক্কা সহ ২৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে কালকে যে এনে দেন শ্রেয়স আইয়ার। ২৩ ওভার বাকি থাকতেই ম্যাচ ও সিরিজে জয়ের দেখা পেয়েছে ভারতীয় দল। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ। শ্রেয়স আইয়ার গোটা সিরিজ জুড়ে দুর্দান্ত ব্যাটিং করলেও অসাধারণ বোলিংয়ের জন্য সিরিজের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে সিরাজকে।