বাংলা হান্ট ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে রীতিমতো ম্যাজিক দেখাল ভারতীয় দল (Team India)। এই ম্যাচে ভারত আশ্চর্যজনকভাবে প্রত্যাবর্তন করে। যার ফলে ম্যাচটি ড্র হয়। এই টেস্ট ম্যাচের শেষ দিনে, টিম ইন্ডিয়া শুভমান গিলের উইকেট পায়। এদিকে, সারাদিন ব্যাট করার পর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত সেঞ্চুরি করে ইংল্যান্ডের লিড শেষ করে দেন এবং পরাজয় এড়ান।
পরাজয় এড়িয়ে গেল ভারত (Team India):
জানিয়ে রাখি যে, ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ দিনে, ইংল্যান্ড টিম ইন্ডিয়ার (Team India) ওপর ৩১১ রানের লিড নেয় এবং তারপর প্রথম ওভারেই ২ টি উইকেট নেয়। সেই সময়ে টিম ইন্ডিয়ার পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের শেষ ৫ সেশনে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি এবং কেএল রাহুলের স্মরণীয় ইনিংস টিম ইন্ডিয়াকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে।
Fabulous display of resilience and character by KL, Shubman, Jaddu and Washi to secure a draw in Manchester. It’s indeed a significant achievement considering the challenging situation India faced. Good luck for the last game Team India. #ENGvIND pic.twitter.com/p5pH8Na4ib
— VVS Laxman (@VVSLaxman281) July 27, 2025
ফের সেঞ্চুরি গিলের: টেস্ট সিরিজে ইতিমধ্যেই ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দল (Team India) সিরিজ হারের ঝুঁকির মুখে ছিল। চতুর্থ দিনে, অধিনায়ক গিল এবং রাহুল একসঙ্গে ১৭৪ রানের একটি দুর্দান্ত জুটি গড়েন এবং ভারতীয় দলের জন্য ড্রয়ের আশা জাগিয়ে তোলেন। কিন্তু শেষ দিনে ১৩৭ রানের লিড শেষ হয়নি এবং দিনের প্রথম সেশনেই বেন স্টোকস রাহুলকে (৯০) প্যাভিলিয়নে ফেরত পাঠান। যিনি মাত্র ১০ রানের জন্য তাঁর সেঞ্চুরি মিস করেন। এদিকে, অধিনায়ক গিল হাত এবং মাথায় আঘাত পেয়েও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে আরোপ করা হবে GST? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে ভারতীয় অধিনায়ক গিল এই সিরিজে তাঁর চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে, প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগে, জোফ্রা আর্চার গিলকে (১০২) আউট করে টিম ইন্ডিয়াকে (Team India) সমস্যায় ফেলেন। এখানেই সেই মুহূর্তটি এসেছিল যা ইংল্যান্ডের জন্য মারাত্মক প্রমাণিত হয়। মূলত, ক্রিজে আসা নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন। কিন্তু টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার জো রুট এই সুযোগটি হাতছাড়া করেছিলেন।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! অগাস্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন তালিকা
জাদেজা-সুন্দর ভুলের শাস্তি দিলেন: টিম ইন্ডিয়া তখন ইংল্যান্ডের চেয়ে ৮৯ রান পিছিয়ে ছিল। কিন্তু এটাই ইংল্যান্ডের জন্য শেষ সুযোগ হিসেবে প্রমাণিত হয়। এর পর, জাদেজা এবং সুন্দর পরবর্তী ২ টি সেশন ব্যাট করে ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে আনেন। এই ইনিংসে চোটের সম্মুখীন ঋষভ পন্থের জায়গায় সুন্দরকে পদোন্নতি দেওয়া হয় এবং এই তরুণ অলরাউন্ডার নিজেকে প্রমাণ করেন। সুন্দর এবং জাদেজা এই দুই সেশনে মোট ৩৩৪ বল খেলেন এবং ২০৩ রানের অপরাজিত জুটি গড়েন। যার ফলে টিম ইন্ডিয়া (Team India) ৪২৫ রানে পৌঁছে যায়। শেষ সেশনে দু’জনেই তাঁদের সেঞ্চুরি পূর্ণ করেন এবং টিম ইন্ডিয়াকে ১১৪ রানের লিড দেন। যার পর উভয় দলই ড্রয়ের জন্য সম্মত হয়। জাদেজা (অপরাজিত ১০৭) তাঁর পঞ্চম এবং সুন্দর (অপরাজিত ১০১) তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।