প্রোটিয়াদের বিরুদ্ধে আজ হার্দিকের অভাব ঢাকতে এই ক্রিকেটারকে ভারতীয় দলে নিচ্ছেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে রোহিত শর্মার ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়ে যাওয়ার আগে এটাই শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এই সিরিজও জিতে তারপরে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে চাইবে রোহিতরা।

তবে লড়াইটা খুব একটা সহজ হবে না। গত এক বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকাই এমন একটি দল যারা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারেনি। ভারতের ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ২-২ ফলে সিরিজ ড্র করে গিয়েছিল তারা। তবে সেই সিরিজে রোহিত শর্মা অধিনায়ক ছিলেন না।

আজ সিরিজ শুরুর সকালে ভারতীয় স্কোয়াডে তিনটি পরিবর্তন ঘোষণা করা হয়েছে। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া এই সিরিজে এমনিতেও খেলছিলেন না কারণ তাদের ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়ে নিজেদের ফিটনেস সংক্রান্ত রিপোর্ট দেওয়ার কথা। এরমধ্যে দল থেকে ছিটকে গিয়েছে দীপক হুডা এবং মহম্মদ শামিও। তাদের জায়গায় উমেশ যাদব, শাহবাজ আহমেদ এবং শ্রেয়স আইয়ারকে দলে শামিল করানো হয়েছে।

GridArt 20220926 234753744

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলাররা একেবারেই ছন্দে ছিলেন না। একমাত্র অক্ষর প্যাটেল ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গেছেন বল হাতে। ভারতীয় পেসারদের সামনে আবারো একটা সুযোগ থাকছে বিশ্বকাপের আগে নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটানো। উমেশ যাদব স্কোয়াডে থাকলেও তিনি সুযোগ পাবে না এমনটা কেউ আশা করছে না। বরং বাঁ-হাতি পেসার অর্শদীপকেই হয়তো বুমরার সাথে জুড়ে দেওয়া হতে পারে এবং চলতি সিরিজে হার্দিক পান্ডিয়া দলে না থাকায় হর্ষল প্যাটেল প্রথম একাদশে সুযোগ পাবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর