সূর্য অতীত, টিম ইন্ডিয়া পেয়ে গেল SKY-র উন্নত ভার্সন! দাপট দেখে কাঁপে বোলাররা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) অবসর নেওয়ার পরে, এখনও পর্যন্ত কোনো ব্যাটার ভারতীয় দলে (India National Cricket Team) চতুর্থ নম্বরে পাকাপাকিভাবে জায়গা করতে পারেননি। তবে, সাম্প্রতিক সময়ে অনেকেই মনে করেছিলেন যে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই পদের জন্য উপযুক্ত হতে পারেন। উল্লেখ্য যে, সূর্য ভারতীয় দলে খেলার সুযোগ পেলেও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তিনি সম্পূর্ণ ফ্লপ প্রমাণিত হয়েছেন। এমন পরিস্থিতিতে, সূর্য চার নম্বর ব্যাটার হিসেবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। কিন্তু এখন ভারত এই পজিশনের জন্য এমন একজন খেলোয়াড়কে খুঁজে পেয়েছে যাঁকে সূর্যের “প্রো ভার্সন” বলা হচ্ছে।

চতুর্থ স্থানে বিস্ফোরক ব্যাটিং: উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। পাশাপাশি, হার্দিক পান্ডিয়ার পাশাপাশি T20 ক্রিকেটে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে উঠে আসে সূর্যকুমার যাদবের নামও। কিন্তু এখন ভারত এমন একজন খেলোয়াড়কে খুঁজে পেয়েছে যিনি সূর্যকুমারের স্থলাভিষিক্ত হতে পারেন। এই খেলোয়াড়কে চতুর্থ ব্যাটার হিসেবে সবচেয়ে নিখুঁত বলে মনে করা হচ্ছে।

Team India got the pro version of Suryakumar Yadav.

এমতাবস্থায় প্রশ্ন উঠতেই পারে যে, ওই খেলোয়াড়ের নাম কি? মূলত, তিনি চলতি মরশুমের IPL-এ রীতিমতো ঝড় তুলছেন। শুধু তাই নয়, তাঁর এই পারফরম্যান্স অবাক করেছে প্রত্যেককে। তিনি হলেন পাঞ্জাব কিংসের দুর্ধর্ষ খেলোয়াড় শশাঙ্ক সিং। পাঞ্জাব “ভুল করে” শশাঙ্ককে দলে নিলেও তিনি এখন যেভাবে ব্যাটিং করছেন তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চতুর্থ পজিশনে ব্যাট করতে নেমেও ঝড় তুলেছেন তিনি।

আরও পড়ুন: রোহিত কিংবা কোহলি নন! ভারতকে T20 বিশ্বকাপ এনে দেবেন এই দুই প্লেয়ার, নাম জানালেন যুবরাজ

দুরন্ত পারফরম্যান্স: এই বিধ্বংসী খেলোয়াড় পারফরম্যান্স KKR-এর বিপক্ষে ২৬১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ওই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২ টি চার ও ৮ টি দুর্দান্ত ছক্কা। তবে, শুধু KKR-এর বিরুদ্ধেই নয়, এর আগেও শশাঙ্ক নিজের দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচে চাপের মুখে থেকেও তিনি তাঁর দলকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন: ২৬১ রান করেও লজ্জার হার KKR-এর! পাঞ্জাব ম্যাচে আসল “ভিলেন” কলকাতার এই ৩ খেলোয়াড়

IPL-এর এই মরশুমে এখনও পর্যন্ত ৯ টি ম্যাচ খেলেছেন শশাঙ্ক। এই সময়ে তাঁর ব্যাট থেকে ১৮২ স্ট্রাইক রেটে ২৬৩ রান এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল যে, এই সময়ে তিনি ১৯ টি চার ও ১৮ টি ছক্কা মেরেছেন। এমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের জায়গায় ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন শশাঙ্ক। পাশপাশি, সোশ্যাল মিডিয়া ভক্তরা শশাঙ্ককে ইতিমধ্যে সূর্যের “প্রো ভার্সন” হিসেবে বিবেচিত করছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর