মিরপুরে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই ম্যাচে ম্যাচের সেরা হওয়া ক্রিকেটার কুলদীপ যাদব কে বাদ দিয়ে আজ মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে লোকেশ রাহুলের ভারতীয় দল, যা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু দিনের শেষে বাংলাদেশকে ২২৭ রানের মধ্যে অলআউট করে নিজেরা ১৯ রান করে চালকের আসনে রাহুলের ভারতীয় দল। অধিনায়ক রাহুল অপরাজিত রয়েছেন ৩ রানে এবং শুভমন গিল ২০ বলে একটি চার এবং একটি ছক্কা সহ ১৪ রানের একটি ইনিংস খেলে অপরাজিত রয়েছেন।

কুলদীপকে ছাড়া খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় দলের। উমেশ যাদব, রবি অশ্বিনের পাশাপাশি আজকের ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয়দেব উনদকাট বাংলাদেশের ব্যাটিংকে মাত্র ২২৭ রানে থামিয়ে ফেলতে পেরেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন মমিনুল হক।

team india umesh ashwin

প্রথম দুটি সেশনে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করেছে বাংলাদেশ। টপ অর্ডারের প্রত্যেকেই সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। কিন্তু দিনের শেষ স্টেশনে পুরোপুরি ভাবে ধসে যায় বাংলাদেশের লোয়ার অর্ডার। মাত্র ১৪ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার হলেন উমেশ যাদব। নিজের ১৫ ওভারে ৪টি মেডেন সহ ২৫ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন। সেইসঙ্গে ২১ ওভার বল করে ৪টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুটি উইকেট নিয়েছেন ১২ বছরের ব্যবধানে আজ নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামা জয়দেব উনদকাট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর