অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ODI-তেই মিলেছে শোচনীয় হার! তবুও এই বিশেষ কারণে সন্তুষ্ট শুভমান

Published on:

Published on:

Team India lost the first ODI against Australia.

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ায় ODI সিরিজ অনেকটাই ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের মতোই শুরু হল। আসলে, টিম ইন্ডিয়ার (Team India) নতুন অধিনায়ক শুভমান গিল টেস্ট এবং ODI উভয় ফরম্যাটেই অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচেই পরাজয়ের মুখোমুখি হয়েছেন। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ODI-তে, ভারতীয় দল প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ম্যাচের এমন কোনও দিক ছিল না যেখানে ভারতীয় দল আকৃষ্ট করতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও, নতুন অধিনায়ক শুভমান গিল খুব একটা হতাশ হননি।বরং, তিনি যে একটা নির্দিষ্ট বিষয়ের সন্তুষ্ট হয়েছেন তা জানিয়েছেন।

প্রথম ODI-তেই পরাজিত টিম ইন্ডিয়া (Team India):

ODI সিরিজের এই প্রথম ম্যাচে, ভারতীয় দলের (Team India) ব্যাটিং সবচেয়ে খারাপ প্রমাণিত হয়েছিল। প্রথমে ব্যাট করে ভারত মাত্র ১৩৬ রান করে। বৃষ্টির কারণে খেলাটি ৪ বার বন্ধ হয়েছিল। যার ফলে ওভার কমিয়ে ২৬ ওভারের ম্যাচ করা হয়। দীর্ঘদিন পরে দলে প্রত্যাবর্তন করা রোহিত শর্মা এবং বিরাট কোহলিও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে অধিনায়ক গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও রান পাননি। এমতাবস্থায়, অস্ট্রেলিয়াকে ২২ ওভারের নির্ধারিত লক্ষ্যপূরণ করে জয়লাভ করে।

Team India lost the first ODI against Australia.

শুভমান গিল সন্তুষ্টি প্রকাশ করেছেন: এই ম্যাচে টিম ইন্ডিয়া (Team India) ৭ উইকেটে হেরেছে। কিন্তু তা সত্ত্বেও, অধিনায়ক গিল একটা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁর মতে, অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে সহজে জয় হাসিল করতে পারেনি। দলের দুর্বল ব্যাটিং এবং বোলিং সম্পর্কে গিল বলেন, “পাওয়ার প্লেতে যখন ৩ উইকেট চলে যায়, তখন সর্বদা ফিরে আসার চেষ্টা করা হয়েছিল। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল এবং কিছু ইতিবাচক দিকও ছিল। আমরা মাত্র ১৩০ রান করেও অস্ট্রেলিয়াকে টক্কর দিতে পেরেছি। আমরা এতে সন্তুষ্ট।”

আরও পড়ুন: ৩৮ বছর বয়সেও অব্যাহত লিও ম্যাজিক! ভারতে আসার আগেই গোল্ডেন বুট পেলেন মেসি

দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন জরুরি: এটা ঠিক যে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ২৬ ওভারে মাত্র ১৩১ রানের (Team India) লক্ষ্য ছিল এবং এই লক্ষ্য অর্জনে তাদের ২২ ওভার সময় লেগেছিল।

আরও পড়ুন: শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠক! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে আদানির এই কোম্পানির পেনি স্টক

কিন্তু অন্য দিকটি হল, অস্ট্রেলিয়ান দল ব্যাট করার সময় একবারের জন্যও সমস্যায় পড়েনি এবং মিচেল মার্শ সহজেই তাঁর দলকে কোনও সমস্যায় না ফেলে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। এমন পরিস্থিতিতে গিল জানিয়েছেন, ভারত (Team India) অস্ট্রেলিয়াকে সহজে জয়লাভ করতে দেয়নি। এখন, অধিনায়ক গিল দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তনের মাধ্যমে সিরিজে সমতা আনার দিকেই নজর দিচ্ছেন।