টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো ভারতীয় দল, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য রেখেছে ভারতীয় দল। কেপটাউনের নিউল্যান্ডসে খেলা নির্ণায়ক টেস্ট ম্যাচে আবারও ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় ভাবে আত্মসমর্পণ করতে দেখা গেছে। প্রথম ইনিংসে ২২৩ রান করা ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। তার মধ্যে একাই ১০০ রান করে রিশভ পন্থ। তিনি ছাড়া দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিংয়ের সামনে আর কোনও ভারতীয় ব্যাটার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

pant

ভারতীয় ব্যাটসম্যানরা ১৯৮ রানে অলআউট হওয়ার সাথে সাথে ভারতীয় দলের নামের পাশে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও জুড়ে গিয়েছে। ভারতের দুই ইনিংসেই সব ব্যাটসম্যানই ক্যাচ আউট হন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল যেখানে একটি দলের ২০ জনই টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এর আগে পাঁচবার একটি দলের ১৯ ব্যাটারের ক্যাচ আউট হয়ে ফেরার রেকর্ড রয়েছে।

পাঁচবার ১৯ জন ব্যাটার ক্যাচ আউট হয়েছেন যেই ম্যাচগুলিতে:
• ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন ১৯৮২/৮৩
• পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, সিডনি ২০০৯/১০
• ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান ২০১০/১১
• ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন ২০১৩/১৪
• দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেপ টাউন ২০১৯/২০

দলের একজনের শতরান থাকা সত্বেও ইনিংসে ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর:
• ১৯৮ বনাম দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন (২০২১/২২) – রিশভ পন্থ (১০০*)
• ২০৮ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন (১৯৯৮/৯৯)- মহম্মদ আজহারউদ্দিন (১০৩*)
• ২১৫ বনাম দক্ষিণ আফ্রিকা, পোর্ট এলিজাবেথ (১৯৯২/৯৩) – কপিল দেব (১২৯)
• ২১৯ বনাম ইংল্যান্ড, এজবাস্টন (১৯৯৯)- সচিন টেন্ডুলকার (১২২)

Reetabrata Deb

সম্পর্কিত খবর