আজ সেমিতে ভারতীয় দলে একটি চমক রোহিতের! শুরুতে নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দিতে চান তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দলের (Indian Cricket Team) অগ্নিপরীক্ষা। সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) নামতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল। লিগ পর্বের সাফল্য এই মুহূর্তে পুরোপুরি গুরুত্বহীন। একটি ভুল যে কোনও মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ফলে প্রত্যেক ক্রিকেটারকে সতর্ক থাকতে হবে।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এর আগে চলতি বিশ্বকাপে লিগ পর্বে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে মাঠে নামেননি। তার থাকাটা বড় তফাৎ গড়ে দিতে পারে আজ। তবে ভারতের বোলিং যে ছন্দে রয়েছে তাতে তারা যদি দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ পান তাহলে যে কোনও প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে সমস্যায় পড়বে।

উইলিয়ামসন নিজে ম্যাচের আগের দিন জানিয়ে গিয়েছেন যে ভারত অত্যন্ত ভালো দল। কিন্তু তিনি চান নিজেদের পরিকল্পনাগুলো মাঠের মধ্যে সফলভাবে চালিত করতে। তার মতে অতীতের পরিসংখ্যান নয় বরং এই বিশেষ দিনে মাঠে যে দল ভালো পারফরম্যান্স করবে, তারাই ম্যাচ জিতবে।

rohit kane

আরও পড়ুন: ধোনিকেও হার মানিয়ে দিচ্ছেন! উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল যেন ভারতের মেরুদণ্ড

তবে রোহিত শর্মা একটি বিষয় নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। বিশ্বকাপের লিগের শেষ ম্যাচে মহম্মদ শামি, যিনি অসাধারণ ছন্দে রয়েছেন তিনি কোনও উইকেট পাননি নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেমিফাইনালের আগে ওই ঘটনা তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই তাকে পরিবর্ত পেসার হিসেবে না এনে আজ হয়তো নতুন বল হাতে সিরাজের সঙ্গে তাকে জুড়ে দিতে পারেন রোহিত।

আরও পড়ুন: BCCI-কে না জানিয়ে সেমির আগে রোহিতের নেতৃত্বে দিয়ে দেওয়া হল কোহলির হাতে! কে নিলো এমন সিদ্ধান্ত?

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর