বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন হাজার হাজার তরুণ ক্রিকেটার। অনেক অভিজ্ঞ খেলোয়াড় সময়মতো সুযোগ না পেয়ে দলের বাইরে বসে কেরিয়ার শেষ করে ফেলেন। অনেকে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে আইপিএলে পারফরম্যান্স করে ফেরার আশা করেন। এদিকে ভারতীয় দলের এক অভিজ্ঞ ক্রিকেটার অবসরের বয়সে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচকদের কাছে ফেরার আবেদনও জানাচ্ছেন এই খেলোয়াড়।
আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল ২০২২। সারা বিশ্বের নামিদামি ক্রিকেটাররা এই লিগে তাদের পারফরম্যান্স দেখাতে প্রস্তুত থাকেন। একই সঙ্গে অনেক খেলোয়াড় আছেন যারা এই সময়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিতেও চেষ্টা করবেন। এই খেলোয়াড়দের মধ্যে দীনেশ কার্তিকও রয়েছেন। অবসরের বয়সেই দলে ফিরতে চান ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। এক সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, ‘আমি ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলে ফিরতে চাই এবং ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে চাই।’ কার্তিক বলেছেন যে তিনি তার এই ভূমিকার জন্য নেটে কঠোর পরিশ্রম করছেন এবং নির্বাচকরা তাকে সুযোগ দিলে তিনি নিজেকে প্রমাণ করবেন।
দীনেশ কার্তিক বলেছেন যে তিনি এখনও দলে একজন ফিনিশারের ভূমিকা পালন করার ক্ষমতা রাখেন। কার্তিক বলেছেন যে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে এই ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম প্রধান প্রয়োজন ছিল ফিনিশার এবং এটি এমন একটি ভূমিকা যা আমি পছন্দ করি। সময়ের সাথে সাথে, আমার পরিসংখ্যান এবং পারফরম্যান্স প্রমাণ করেন যে আমি ফ্র্যাঞ্চাইজির জন্যও ভাল করেছি এবং এখনও পরিশ্রম করছি।’
মহেন্দ্র সিং ধোনির সমসাময়িক হওয়ার কারণে দীনেশ কার্তিক জাতীয় দলে তেমন বেশিসুযোগ পাননি। ধোনি প্রায় ১৬ বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এবং তখন পর্যন্ত কার্তিক খুব কম সময়েই ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তারপর সীমিত ওভারের ক্রিকেট থেকে ধোনির অবসরের সময় পন্থের উত্থান তার সমস্ত সম্ভাবনা শেষ করে দিয়েছিল।