তৃতীয় টেস্টেও পিছিয়ে রয়েছে ভারত! এই ৩ টি জিনিস মাথায় রাখলেই অবলীলায় জিতবে টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রমশ পিছিয়ে পড়ছে টিম ইন্ডিয়া (Team India)। টসে হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৪৫ রান করে। এর জবাবে টিম ইন্ডিয়ার শুরুটা ছিল খুবই খারাপ। ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থের মতো তারকা ব্যাটাররা দুই অঙ্কের রান করতে পারেননি।

কিভাবে জিতবে টিম ইন্ডিয়া (Team India):

এদিকে, খারাপ ব্যাটিংয়ের পাশাপাশি, দুর্যোগপূর্ণ আবহাওয়াও টিম ইন্ডিয়ার (Team India) খেলাকে যথেষ্ট প্রভাবিত করেছে। তবে, চতুর্থ এবং পঞ্চম দিনে বৃষ্টি না হলে ভারতীয় দলের কামব্যাক করার সুযোগ থাকবে। যদিও, তার জন্য টিম ইন্ডিয়াকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে।

কেএল রাহুলকে খেলতে হবে বড় ইনিংস: গাব্বা টেস্ট ম্যাচে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (Team India) সবচেয়ে বড় ভরসা কেএল রাহুল। একদিকে যখন বিরাট কোহলি থেকে শুরু করে শুভমান গিল এবং ঋষভ পন্থের মতো ব্যাটাররা ব্যর্থ হয়েছেন সেখানে কেএল রাহুল একাই দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ৫৪ বলে ৩৩ রান করেছেন। অর্থাৎ, রাহুল খুব ভালোভাবে নিজের ইনিংস শুরু করতে পেরেছেন। এমতাবস্থায়, চতুর্থ দিনেও যদি কেএল রাহুল এভাবেই ক্রিজে থাকেন, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া ম্যাচে ফিরে আসতে পারে। তবে এর জন্য কেএল রাহুলকে ধৈর্য ধরে ব্যাট করতে হবে এবং একটি বড় ইনিংস খেলতে হবে।

Team India will definitely win if they keep these 3 things in mind.

ফর্মে ফেরার দারুণ সুযোগ রয়েছে রোহিতের: বর্তমানে কেএল রাহুলের সঙ্গে ক্রিজে ব্যাট করছেন রোহিত শর্মা। বিগত বেশ কয়েকটি ম্যাচে রোহিতকে অবশ্য নিজের ফর্ম খুঁজে পেতে হিমশিম খেতে দেখা গেছে। এমতাবস্থায় তৃতীয় টেস্টে রোহিতের ওপর বড় দায়িত্ব এসে পড়েছে। টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বর্তমানে ছয় নম্বরে ব্যাট করছেন রোহিত শর্মা। এই পরিস্থিতিতে, তিনি বড় ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসার পাশাপাশি তাঁর দুরন্ত কামব্যাকের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন।

আরও পড়ুন: বদলে গেল সমীকরণ! KKR-এর অধিনায়ক হওয়ার দৌড়ে এবার ৪ জন খেলোয়াড়, কাকে বাছবেন শাহরুখ?

রান করতে হবে নীতীশ কুমার রেড্ডিকে: কেএল রাহুল এবং রোহিত শর্মার পর ব্যাটিংয়ে মাত্র ২ জন এমন খেলোয়াড় রয়েছেন যাঁদের কাছ থেকে আমরা রান আশা করতে পারি। তাঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও নীতীশ কুমার রেড্ডি। এই সিরিজে প্রথম ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা

এমন পরিস্থিতিতে এই সিরিজে প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পাবেন তিনি। এদিকে, ইতিমধ্যেই নিজের ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন নীতীশ কুমার রেড্ডি। এমতাবস্থায়, রাহুল এবং রোহিত যদি টিম ইন্ডিয়ার (Team India) জন্য বড় ইনিংস খেলতে পারেন সেক্ষেত্রে লোয়ার অর্ডারে নীতীশও রান যোগ করে দলকে সুবিধা এনে দিতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর